Travel

1 year ago

Zimba Gaon:মিরিকের কাছেই রয়েছে 'জিম্বা গাঁও' - একেবারে নতুন অফবিট লোকেশন

Zimba Gaon
Zimba Gaon

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাহাড় ভ্রমণের মজাই আলাদা। তবে পুজোতে পাহাড়ের মূল স্রোতে অর্থাৎ দার্জিলিং, কালিংপংএ ব্যাপক ভিড়। তাই আজ আমরা সামান্য দূরে এক নতুন অফবিট জায়গার কথা জানাব আপনাদের। দার্জিলিংয়ের কাছেই রয়েছে জায়গাটি। মিরিকের কাছেই রয়েছে জিম্বা গাঁও। নিস্তব্ধতা এখানে এতোটাই যে দিনের বেলাতেও ঝিঁঝি পোকার ডাক শোনা যায়। আর যাঁরা পাখি দেখতে ভালোবাসেন তাঁদের সেরা জায়গা এটি। অসংখ্য নাম না জানা পাখি এখানে দেখতে পাওয়া যায়। এখানে রয়েছে একটি মাত্র হোম স্টে। খুব বেশি দিন হয়নি সেটা তৈরি হয়েছে। খুব বেশি পর্যটকের থাকার জায়গা নেই।

এই জায়গার আরেকটি বিশেষত্ব হল কমলালেবুর বাগান। হোম স্টের বারান্দায় বসে কমলা লেবুর বাগান উপভোগ করা যায়। এখানে খাওয়াদাওয়ারক এলাহি আয়োজন করা হয়ে থাকে। একেবারে পাহাড়ি অরগ্যানিক খাবার পাওয়া যায় এখানে। সঙ্গে কমলালেবুর স্বাদ নিতে পারবেন।

শিলিগুড়ি থেকে মিরিক হয়ে এখানে আসা যায়। শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব ৪৫ কিলোমিটার। শিলিগুড়িতে শেয়ার গাড়িতে অথবা সরকারি বাসে মিরিক পর্যন্ত এসে সেখান থেকে গাড়িতে বা শেয়ার গাড়িতে এই জিম্বা গাঁও আসা যায়। শেয়ার গাড়িতে অথবা বাসে এলে একটু কম খরচ লাগে। সারাবছরই এখানে আসা যায়। একেবারে নিঝুম একটা জায়গা। এতোটাই শান্তি বিরাজ করে। মোবাইলের টাওয়ার খুব একটা ভালো পাওয়া যায় না। কাজেই বেড়াতে এসে একেবারে নির্ভেজাল একটা ছুটির দিন কাটানো যায়।


You might also like!