Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Travel

1 year ago

GANGANI :এ বাংলাতেই রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন? কম খরচে ঘুরে আসতেই পারেন

Near Kolkata - 'Gangoni'
Near Kolkata - 'Gangoni'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলাতেই রয়েছে অবিকল গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে একটি জায়গা। পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) গড়বেতার গনগনিকে (Gangani) বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা যায়। শীলাবতী নদীর পাশে অবস্থিত এই অঞ্চলটির প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। গড়বেতা স্টেশনের অদূরে গনগনি। সপ্তাহান্তে ভ্রমণের আদর্শ জায়গা। গনগনি আসলে একটি খাদ এলাকা। প্রাকৃতিক উপায়ে উৎপন্ন এই খাদ গড়বেতার বিখ্যাত পর্যটনক্ষেত্র। এই এলাকা মূলত বেলে পাথরে তৈরি। যুগ যুগ ধরে বয়ে নদীর স্রোতে বয়ে পাথর নুড়ি, নদী জলধারা, আর আবহাওয়ার দাপটে এরা নিজেদের চেহারা পরিবর্তন করেছে। আর সেটাই এখানকার প্রধান আকর্ষণ। শীলাবতী নদী কিন্তু এখানে বিশেষ গভীর নয়। চাইলেই পায়ে হেঁটে নদীর বুক থেকে ঘুরে আসতে পারেন। শিলাবতীর তীরে সূর্যোদয় বা সূর্যাস্তের মুহূর্তে গনগনির রূপ খুবই মোহময়ী।

কলকাতা থেকে গনগনির দূরত্ব ১৮০ কিলোমিটার। গড়বেতা স্টেশন থেকে যে রাস্তা হুমগড়ের দিকে গেছে, সেই পথে গিয়ে ডান দিকে গনগনি। মেদিনীপুর শহর থেকে ৬০ নং জাতীয় সড়ক ধরে শালবনীর উপর দিয়ে শাল জঙ্গল দেখতে দেখতে সোজা চন্দ্রকোনা রোডের উপর দিয়ে গড়বেতায় পৌঁছাবেন। ট্রেনপথে,  মেদিনীপুর স্টেশন থেকে ট্রেন ধরে এক ঘণ্টার মধ্যে গড়বেতা। সেখান থেকে ২.১ কিমি গনগনি। বাসে করে, মেদিনীপুর বাসস্ট্যান্ড থেকে বাসে করে গড়বেতা। সেখান থেকে ২.১ কিমি গনগনি।

থাকা - গনগনিতে থাকার কোনও জায়গা নেই, থাকতে হবে আপনাকে গড়বেতাতেই। এখানে নানা লজের মধ্যে সোনাঝুরি গেস্ট হাউজ (৮৩৪৮৬৯৪৮০১) এবং আপ্যায়ন লজ (৯৫৪৭৫১৪০৩০) বেশ ভাল পরিষেবা দিয়ে থাকে।



 


You might also like!