Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

Travel

1 year ago

Mirik:মিরিকে আছে নয়নাভিরাম 'সুমেন্দু লেক' - বেড়ানোর নতুন জায়গা

Shikara will be held in Sumendu lake in Mirik
Shikara will be held in Sumendu lake in Mirik

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোতে পাহাড় প্রায় সকলেই পছন্দ। কিন্তু অনেকেই পাহাড়ে একটু অফবিট জায়গা পছন্দ করেন। তাদের জন্য আজ বেড়ানোর নতুন ঠিকানা মিরিকের এই 'সুমেন্দু লেক।'সবুজ পাইনের জঙ্গলে ঘেরা এই হ্রদ অসাধারণ সৌন্দর্যের অধিকারী।

গত দু’ বছরে করোনা ভাইরাসের প্রকোপের কারণে মুখ থুবড়ে পড়েছিল পাহাড়ের পর্যটন শিল্প। দেখতে গেলে বেশির ভাগ পাহাড়ি জনপদের আর্থিক উন্নয়নের পথ হল ওই অঞ্চলের পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করে তোলা। যদিও এই দিক দিয়ে মিরিক অনেক উন্নত এবং পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এবার মিরিকের পর্যটন ব্যবস্থাকে আরও চাঙ্গা করতে কাশ্মীরের ডাল লেকের মত মিরিকের সুমেন্দু লেকেও শুরু হয়েছে শিকারা পরিষেবা।

গত মার্চ মাসের শেষ থেকেই শুরু হয়েছে এই শিকারা পরিষেবা। কিন্তু এই পরিষেবাকে কীভাবে আরও উন্নত করা যায়, পর্যটকদের আকর্ষণ করতে আরও কী-কী করা প্রয়োজন মিরিকের পর্যটন শিল্পে এই নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানা গিয়েছে। তবে জিটিএ-এর তরফ থেকে জানা গিয়েছে, মিরিকের পর্যটন ব্যবস্থাকে চাঙ্গা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পর্যটকের সুরক্ষার দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে বলেও জানা গিয়েছে। ৩০ মিনিটে শিকারায় করে ঘুরতে খরচ হবে মাত্র ৫০০ টাকা। এর পাশাপাশি মিরিকে কয়েকটি হোমস্টে তৈরির চিন্তাভাবনাও করেছে জিটিএ।

পাইনে ঘেরা অরণ্য। উঁচু-নিচু পাহাড়ের ঢাল আর সেই পাহাড়ের গা বেয়ে নেমে যাচ্ছে চা বাগান। ভিউ পয়েন্ট থেকে যাচ্ছে তুষারাবৃত রাজকীয় কাঞ্চনজঙ্ঘা। ৫,৮০০ ফুট উচ্চতায় বসে সূর্যোদয় এবং সূর্যাস্ত, দুটোই হতে আপনার জীবনের স্মরণীয় মুহূর্ত। কয়েক বছর আগেও দার্জিলিং যাওয়ার পথে অনেকে শুধু ঢুঁ মারতেন এই হ্রদের শহরে। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। রাত কাটানোর জন্য যেমন হোটেল, হোমস্টে তৈরি হয়েছে, তেমনই সেজে উঠছে এই পাহাড়ি জনপদ।

দার্জিলিং থেকে মিরিকের দূরত্ব মাত্র ৪৯ কিলোমিটার। কার্শিয়াং বা ঘুম থেকেও এই হ্রদের শহরের দূরত্ব মোটামুটি ৪৫ কিলোমিটারের মধ্যে। যদিও এখন দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের মধ্যে লুকিয়ে থাকা ‘অফবিট’ পাহাড়ি গ্রামগুলো জনপ্রিয়তা বেড়েছে। তবুও মিরিকের জনপ্রিয়তা কমে যায়নি এখনও। কংক্রিটের শহর থেকে দূরে নিরিবিলিতে দু’দিন ছুটি কাটানোর জন্য বেছে নিতে পারেন মিরিককে।


You might also like!