Travel

1 year ago

Mainpat:'মাইনপাটকে' - ছত্তিশগড়ের তিব্বত’ - অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য

Mainpat
Mainpat

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃষ্টির কারণেই তাপমাত্রা তুলনামূলক কম রয়েছে। তবে সেই সুখ বেশিদিন নয়। আর কদিন পরেই কাঠফাটা গরম পড়বে বলে পূর্বাভাস রয়েছে মৌসম ভবনের। প্রবল গরম থেকে কয়েকটা দিনের জন্য হলেও মুক্তি পেতে অনেকেই উত্তরবঙ্গে কিংবা দেশের অন্য পাহাড়ি পর্যটনকেন্দ্রে ঘুরতে যান। আজ আপনাদের এমন একটি জায়গার কথা জানাব, গ্রীষ্মকালে কয়েকটা দিন ছুটি কাটানোর জন্য যা একেবারে আদর্শ (Travel destination)। সেখানে পাথুরে পাহাড়কে ঘিরে রেখেছে সবুজ বনানী। রয়েছে জলপ্রপাত, এবং মনাস্ট্রি। পড়শি রাজ্য ছত্তীসগড়ে (Chhattisgarh) অবস্থিত তুলনামূলক অখ্যাত এই জায়গাটিকে অনেকে জায়গাটিকে মিনি তিব্বত বলে চিনলেও এটির আসল নাম হল মাইনপাট (Mainpat)।

ছত্তীসগড়ের সুরগুজা জেলার অবস্থিত মাইনপাট রাজধানী রায়পুর থেকে ৩৬০ কিলোমিটার দূরে অবস্থিত। কলকাতা থেকে এর দূরত্ব হল ৬৯৯ কিলোমিটার। মাইনপাট মূলত একটি পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম। খুব বেশি মানুষ এই জায়গাটির কথা না জানলেও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভ্রমণপিপাসুদের কাছে অত্যন্ত পছন্দের জায়গা মাইনপাট। বিন্ধ্য পর্বতমালার কোলে অবস্থিত এই গ্রামটি ঘন জঙ্গলে ঘেরা। মনোরম আবহাওয়ার কারণে গ্রীষ্মকালে ঘুরতে যাওয়ার জন্য একেবারে আদর্শ জায়গা এটি।

কী দেখবেন?

মাইনপাটের অন্যতম আকর্ষণ হল উল্টাপানি। ভিসারপানি গ্রামের এই জলপ্রপাতটি দেখলে মনে হবে, মাধ্যাকর্ষণের বিপরীতে নীচে থেকে উপরের দিকে উঠে আসছে জল। মূলত দৃষ্টিবিভ্রমের কারণেই এমনটা মনে হয়। এছাড়াও সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য যেতে হবে মেহতা পয়েন্টে। বার্ড আই ভিউ থেকে সবুজে ঘেরা পাহাড়ের সৌন্দর্য একবার দেখলে যে আর ভুলবেন না, তা নিশ্চিতভাবে বলা যায়। এখানে প্যারাগ্লাইডিং সহ বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুবিধা রয়েছে।

মাইনপাটের আরও একটি আকর্ষণ হল জলজলি। জলজলি আদতে একটি নদীর নাম। এই নদীর সৈকত ঘেঁষে হাঁটার সময় পায়ের তলায় মাটি কাঁপতে থাকে। সৈকতে পা দেওয়া মাত্রই বসে যাবে বালিমাটি, পা তুলে নিলেই ফের আগের অবস্থায় ফিরে আসবে তা, অনেকটা স্পঞ্জের মতো।

কখন যাবেন?

সারা বছরই ঘুরতে যাওয়া যায় ছত্তীসগড়ের এই নয়নাভিরাম গ্রামটিতে। তবে সেরা সময় হল ডিসেম্বর থেকে মার্চ। এই সময় আবহাওয়া সবচেয়ে মনোরম থাকে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মাইনপাটে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন করা হয়। সারা বছরের তুলনায় এই সময় তাপমাত্রা তুলনামূলক বাড়লেও জঙ্গল এবং পাহাড়ের কারণে গ্রীষ্মকালেও এখানে তেমন গরম পড়ে না। আর যদি বৃষ্টিতে ধুয়ে যাওয়া সবুজ গাছপালা দেখতে চান, তাহলে অগস্ট থেকে অক্টোবরে সময় সুযোগ বের করে ঘুরে আসতেই পারেন মাইনপাট থেকে।


You might also like!