দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএই গরমের ছুটিতে সমুদ্রের হাওয়া খেতে কে না ভালবাসে। ভ্রমণপিপাসু বাঙালিকে যে এই গরমে ঘরে বন্দি রাখা যাবে না সে কে না জানে। আর প্রসঙ্গত এই তীব্র তাপদাহে ইতিমধ্যেই ২২ তারিখ থেকে সরকারী সমস্ত স্কুলে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই গরমে বাঙালি সপ্তাহের শেষে একটু ছুটি কাটাতে যে দীঘায় যাবে এ আগে থেকেই টের পেয়েছিল রেল।তাই আগেভাগেই ভারতীয় রেল সতর্ক রয়েছে এই ব্যাপারে। দীঘা পর্যন্ত তিন জোড়া বা 6 টি সামার স্পেশাল এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
ভারতীয় রেলের তরফে জানা গিয়েছে, দু’জোড়া অর্থাৎ চারটি ট্রেন দক্ষিণ-পূর্ব রেল শাখার সাঁতরাগাছি থেকে চলবে ও অপর ২টি ট্রেন চালানো হবে মালদা টাউন স্টেশন থেকে। এই ট্রেন ফিরতি পথেও চলবে।তেমনই মালদা টাউন দিঘা ও দিঘা মালদা টাউন সামার স্পেশাল এক্সপ্রেস চলবে বলে জানা গিয়েছে ।
সাঁতরাগাছি দীঘা সামার স্পেশাল এক্সপ্রেস প্রতি রবিবার সকাল ৮.১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে উলুবেরিয়া, বাগনান, মেচেদা, তমলুক, কাঁথি স্টেশনে নির্দিষ্ট সময়ে থেমে দিঘা পৌঁছাবে সকাল ১১টা ৫৫মিনিটে।সাঁতরাগাছি দিঘা সামার স্পেশাল প্রতি শনিবার সাঁতরাগাছি থেকে সকাল ৯টা বেজে ১০ মিনিটে ছেড়ে দিঘা পৌঁছাবে দুপুর ১২ টা বেজে ৪৫ মিনিটে। অন্যদিকে ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, মালদা টাউন থেকে দিঘা পর্যন্ত একজোড়া সামার স্পেশাল ট্রেন চলবে। এই ট্রেনটি মালদা টাউন থেকে শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে।