দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সড়ক পরিবহনের মধ্যে সবথেকে বড় মাধ্যম হলো ভারতীয় রেল। সারা পৃথিবীতে যে সমস্ত রেলপথ রয়েছে তার মধ্যে সবথেকে বড় রেলপথ রয়েছে ভারতীয় রেলের কাছে। বর্তমানে প্রায় লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন রেলের মাধ্যমে। প্রায় প্রত্যেকটি ট্রেনে প্যান্ট্রি কারের ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে যাত্রীরা দূরপথে সফর করতে গেলে খাবার পেয়ে যান। তবে এতদিন পর্যন্ত শুধুমাত্র এসি এবং স্লিপার ক্লাসের যাত্রীদের জন্য এই সুবিধা চালু করা ছিল। জেনারেল কোচের যাত্রীরা এতদিন এমন কোন সুবিধা পেতেন না। স্টেশনে নেমে তাদেরকে খাবার খুঁজতে হতো। তবে এবারে জেনারেল কোচের যাত্রীদের জন্যও ইকোনমি মিল ব্যবস্থা শুরু করতে চলেছে রেল।
ভারতীয় রেলের এই নতুন ব্যবস্থায় জেনারেল কোচের যাত্রীরা মাত্র ২০ টাকায় পুরো খাবার পেয়ে যাবেন। শুধু তাই নয় ২০০ মিলি লিটার জলের বোতল পাওয়া যাবে মাত্র ৩ টাকায়। আগে এই জল কিনতে যাত্রীদের খরচ করতে হতো ২০ টাকা। এরপরে যাত্রীদের খরচ বেশ কিছুটা বাঁচবে বলে মনে করছে ভারতীয় রেল। ইতিমধ্যেই নর্থওয়েস্ট রেলওয়ে উদয়পুর আজমির এবং আবু রোড স্টেশনে এই ইকোনোমি মিল ব্যবস্থা শুরু করে দিয়েছে। এই তিনটি স্টেশনের প্রথম প্ল্যাটফর্মে এই খাবার পাওয়া যাচ্ছে।
তবে এবার প্রশ্নটা হল কিভাবে পাওয়া যাবে এই খাবার। উদয়পুর আজমির এবং আবু রোড স্টেশন এর ১ নম্বর প্লাটফর্ম যেখানে রয়েছে, ঠিক তার সামনে খোলা হয়েছে এই ইকোনোমি কাউন্টার। উদয়পুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের কাছে রানা প্রতাপ নগরের শুরুতে এবং হিম্মত নগরের কাছে বগি থামে। সেখান থেকেই যাত্রীরা খাবার পেতে পারবেন। কুড়ি টাকার এই রেলওয়ে ইকোনমি মিলে রয়েছে সাতটি পুরি, আলু সবজি এবং আচার। আপাতত উদয়পুর সিটি স্টেশনে শুরু হয়েছে এই নতুন উদ্যোগ। তবে এরপর আগামী দিনে এই স্টলে স্নাক্স এবং কম্বো খাবার পাওয়া যাবে। ৩৫০ গ্রাম এই খাবারের দাম হবে মাত্র ৫০ টাকা। এছাড়াও রাজমা-চাওল, খিচুড়ি, ছোলা ভাটুরা, এবং ধোসার মত কিছু কম্বো পাওয়া যাবে এ সমস্ত রেলওয়ে স্টেশনে। এছাড়াও যাত্রীদের জন্য ২০০ মিলিলিটার প্যাকেজ করা জল বিক্রি করা হচ্ছে। এই জলের বোতলের দাম রাখা হয়েছে মাত্র তিন টাকা।