Travel

1 year ago

Darjeeling:দার্জিলিংয়ের অফবিট গ্রাম দাওয়াইপানি

Darjeeling
Darjeeling

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএখন দার্জিলিং মানে স্বর্গভ্রমণ। কিন্তু সমস্যা হলো এই সময় ব্যাপক ভিড়। তাই ওই ভিড় এড়িয়ে দার্জিলিংকে উপভোগ করার জন্য দার্জিলিংয়ের পাশেই নতুন ভ্রমন স্থান দাওয়াইপানি গ্রাম।

দাওয়াইপানি দার্জিলিংয়ের কাছে ৬৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এক অদ্ভুত সুন্দর গ্রাম। যেখানের প্রতিটি বাঁকে, প্রতিটি বাড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার হাতছানি রয়েছে। হিমালয়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্য্যে মোড়া শান্ত, নিরিবিলি একটা পাহাড়ি গ্রাম। পর্যটকদের কাছে একটু অফবিট ঠিকই কিন্তু যাঁরা প্রকৃতি ভালোবাসেন, তাঁদের কাছে স্বর্গরাজ্য। 


  দার্জিলিংয়ের প্রায় সব সুযোগ সুবিধা এখানে পাবেন। অতিরিক্ত পাওনা অপরূপ নির্জনতা। দার্জিলিং এর টাইগার হিলের উল্টোদিকে এবং দার্জিলিং শহর থেকে দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার দূরে জঙ্গলে ঘেরা গ্রাম দাওয়াইপানি। শান্ত এই গ্রামটি থেকে কাঞ্চনজঙ্ঘা ছাড়াও আরও বেশ কিছু শৃঙ্গের অপার্থিব সৌন্দর্য মন ভালো করে দেবে। নামচির চারধাম এবং সামদ্রুপসে মঠও স্পষ্ট দেখা যায় এখান থেকে। আর দেখা যায় দার্জিলিং শহর। সূর্য ডুবলে দার্জিলিং-এর দিকে তাকাবেন, মনে হবে যেন দীপাবলি চলছে। প্রত্যেক রাতে এভাবেই আলোয় সেজে ওঠে গোটা শহর। দাওয়াইপানি থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য আসাধারণ। 


  ম্যাল থেকে পশ্চিমে তাকালেই যে অজস্র সবুজের সমারোহ দেখতে পাবেন,তারই মধ্যে দাঁড়িয়ে আছে ওই গ্রাম।  

গাড়ির রাস্তা অনেকটা ঘুরে গেলেও আকাশপথে উড়ে যাওয়া সম্ভব হলে দু’জায়গার দূরত্ব মাত্র ৪ কিমি। যদিও খুব অল্প কিছুদিন হলো পরিচিতির আলো পেয়েছে। আকাশ যদি পরিষ্কার থাকে তবে তো দাওয়াইপানি তুলনাহীন। পাহাড়ের অনেকটা দূর পর্যন্ত যেন গড়িয়ে নেমে গিয়েছে গাড়ি চলার একমাত্র রাস্তা। একের পর এক হাড় হিম করা হেয়ারপিন বেন্ড নয়াবস্তি থেকে পুরানাবস্তি পর্যন্ত।


  যাওয়া - কলকাতা থেকে ট্রেনে যেতে চাইলে হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে হবে। এনজেপি বা শিলিগুড়ি থেকে দাওয়াইপানির দূরত্ব ৮১ কিমি ও জোরবাংলো থেকে ১৫ কিমি। NJP থেকে গাড়ি ভাড়া ৩৫০০ টাকা, সময় নেয় কম বেশি ৩ – সাড়ে ৩ ঘন্টা। খরচ কমাতে শিলিগুড়ি থেকে দার্জিলিং গামী শেয়ার জিপে জোরবাংলো এসে সেখান থেকে গাড়িতে চলা যায় দাওয়াইপানি। শেয়ারের ভাড়া জনপ্রতি ২৮০ থেকে ৩০০ টাকা।


 থাকা - দোকানে কয়েকটা হোমস্টে আছে। ফোন করে যাবেন -

রোভার্স স্টে, ফোন নম্বর – ৯০০৭১৩৮৫০৪

বীরেনস হোম স্টে, ফোন নম্বর – ৯৬৪১৪৫২৭১৮

সিদ্ধার্থ হোম স্টে, ফোন নম্বর: ৭৭৯৭৪৪৪৫৩৫

'হামরো হোম’ হোম স্টে, কলকাতা বুকিংয়ের ফোন: (০৩৩)২৫৫৫-০২৬২, ২৪৩০ ৪৬৪১

  আর দেরি না করে নিরালায় দার্জিলিং ভ্রমণের অপরূপ ঠিকানা হোম দাওয়াইপানি।

You might also like!