Technology

5 months ago

Youtube: মাইক্রোসফটের পর এবার আংশিক থমকালো ইউটিউব, বিপাকে ব্যবহারকারীরা

Youtube
Youtube

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাইক্রোসফটের পর এবার আংশিক থমকালো ইউটিউব।  ভারতের বিভিন্ন জায়গায় ইউটিউব ডাউন বলে খবর আসতে শুরু করে। ইউটিউব ডাউন, এমন অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় অনেকে মজার মিম শেয়ার করতে থাকেন। ইউটিউবে ভিডিও আপলোড করা যাচ্ছে না বলে অনেকে অভিযোগ করেন সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, এদিন মূলত ইউটিউবে ভিডিও আপলোড করতে গিয়েই বেশি সমস্যা দেখা দিয়েছে। কারওর ক্ষেত্রে বার্তা এসেছে যে ভিডিও আপলোডই হয়নি। কেউ বা বার্তা পেয়েছেন ভিডিও দেখা যাচ্ছে না। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবহারকারীদের একাংশ। উল্লেখ্য, দিনকয়েক আগেই মাইক্রোসফটের সমস্যার জেরে শোরগোল পড়ে গিয়েছিল গোটা বিশ্বজুড়ে। সেই রেশ কাটতে না কাটতেই এবার সমস্যা দেখা দিল ইউটিউবে।

You might also like!