Technology

8 months ago

Vivo V30 জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

Vivo V30
Vivo V30

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Vivo তাদের V সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করল। এই হ্যান্ডসেটের নাম Vivo V30। লেটেস্ট এই স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরাও ৫০ মেগাপিক্সেল রেজোলিউশন অফার করে। Vivo V30 চারটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে – ৮ জিবি+ ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ২৫৬ জিবি এবং ১২ জিবি + ৫১২ জিবি। ভারত সহ বিভিন্ন দেশে ফোনটি পাওয়া যাবে। তবে এর দাম এখনো জানানো হয়নি। যদিও শীঘ্রই এর মূল্য প্রকাশ করা হবে বলে মনে হচ্ছে। আসুন Vivo V30 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo V30 এর সেল এবং দাম

কোম্পানি জানিয়ে দিয়েছে Vivo V30 ফোনটি ভারত, ইন্দোনেশিয়া, হ্নগকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান, মিশর ও ইউএই সহ 30 মার্কেটে সেল করা হবে। অন্যদিকে কোম্পানি আগামী 8 ফেব্রুয়ারি মেক্সিকোতে এই ফোনটি পেশ করবে, তাই এখনও পর্যন্ত ফোনটির দাম ঘোষণা করা হয়নি।

vivo V30 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 6.78-ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2800×1260 পিক্সেল রেজোলিউশন, 20:9 আসপেক্ট রেশিও, HDR10, 120Hz রিফ্রেশরেট, 100% DCI-P3 কালার গামুট এবং 2800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এতে 4nm প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট এবং গ্রাফিক্সের জন্য Adreno 720 GPU রয়েছে।

স্টোরেজ: এই ফোনে 8GB / 12GB RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ যোগ করা হয়েছে।

ওএস: এই ফোনটি FuntouchOS 14 সহ অ্যান্ড্রয়েড 14 এ কাজ করে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP পোর্ট্রেট লেন্স রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফির জন্য এতে ডুয়েল সফট এলইডি ফ্ল্যাশ সহ 50MP অটো ফয়াস ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি পোর্ট, স্টেরিও স্পিকার, হাই রেঞ্জ অডিও ডাস্ট এবং আইপি54 রেটিং যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে 5G SA/NSA, ডুয়েল 4G VoLTE, ওয়াইফাই 6 802.11 ac (2.4GHz + 5GHz), ব্লুটুথ 5.4, GPS (L1 + L5), USB টাইপ সি এবং NFC রয়েছে।


You might also like!