দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভিভো তাদের Vivo T4x 5G স্মার্টফোনটি লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং খুব শীঘ্রই এই স্মার্টফোনটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে। যদিও ভিভো এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে ফাঁস এবং গুজব অনুসারে স্মার্টফোনটি লঞ্চটি আসন্ন বলে মনে হচ্ছে। এর কথা বলতে গেলে, তারা ইতিমধ্যেই মূল স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্যগুলির ইঙ্গিত দিয়েছে। ডিভাইসটি পারফরম্যান্স, ব্যাটারি লাইফ এবং ক্যামেরা ক্ষমতার ক্ষেত্রে আপগ্রেড আনবে বলে আশা করা হচ্ছে। ভারতে লঞ্চ হতে চলেছে Vivo-র নতুন 5জি ফোন। এবার লঞ্চ হতে চলেছে Vivo T4x 5G ফোন। তবে এখনও নির্দিষ্ট দিনক্ষণ কোম্পানির তরফ থেকে জানা যায়নি। সম্প্রতি এই ফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এসেছে।
* Vivo T4x ফোনের লঞ্চ টাইমলাইন এবং ফিচার
রিপোর্ট অনুযায়ী Vivo T4x 5G ফোনটি 2025 সালের মার্চ মাসে ভারতে লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত গন্তির নির্দিষ্ট লঞ্চ ডেট জানা যায়নি। তবে আশা করা হচ্ছে মার্চ মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ফোনটির সেল শুরু হবে। রিপোর্ট থেকে আরও জানা গেছে Vivo T4x 5G ফোনটির দাম 15 হাজার টাকার কাছাকাছি রাখা হবে এবং ফোনটি Pronto Purple ও Marine Blue নামের কালার অপশনে সেল
করা হবে।
মাই স্মার্ট প্রাইসের রিপোর্ট অনুযায়ী Vivo T4x ফোনে 6,500mAh battery দেওয়া হবে। এই ফোনটি এত বড় ব্যাটারি সহ কোম্পানির এই সিরিজের প্রথম স্মার্টফোন হতে চলেছে। এর আগে Vivo T3x ফোনে 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছিল। রিপোর্ট থেকে আরও জানা গেছে এই ফোনে Dynamic light ফিচার দেওয়া হবে। বিভিন্ন নোটিফিকেশনে এটি আলাদা আলাদাভাবে জ্বলে উঠবে।
* Vivo T3x ফোনের দাম এবং স্পেসিফিকেশনঃ
Qualcomm Snapdragon 6 Gen 1 Processor
8GB Extended RAM
8GB RAM + 128GB Storage
6,000mAh Battery
44W Fast Charging
6.72″ Full HD+ Display
50MP Rear Camera
8MP Front Camera
* দাম: Vivo T3x 5G ফোনের 4GB RAM ভেরিয়েন্টের দাম 12,499 টাকা এবং 6GB RAM ভেরিয়েন্টের দাম 13,999 টাকা। একইভাবে ফোনটির 8GB RAM মডেলের দাম 15,499 টাকা রাখা হয়েছে। এই তিনটি মডেলেই 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
* ডিসপ্লে: এই নতুন Vivo T3x 5G স্মার্টফোনে 6.72 ইঞ্চির এচডি প্লাস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি পাঞ্চ-হোল ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং হাই রেজোলিউশন সহ পেশ করা হয়েছে।
* প্রসেসর: প্রসেসিঙের জন্য Vivo T3x 5G ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2GHz হাই ক্লক স্পীডে কাজ করে।
* স্টোরেজ: Vivo T3x 5G স্মার্টফোনটি তিনটি স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হয়েছে। এতে 4GB RAM +128GB স্টোরেজ, 6GB RAM +128GB স্টোরেজ এবং 8GB RAM +128GB স্টোরেজ অপশন রয়েছে। এই ফোনে RAM বাড়ানোর জন্য ভার্চুয়াল ফিচার ব্যবহার করা হয়েছে। এতে ইউজাররা প্রায় 16GB পর্যন্ত RAM বাড়াতে পারবে।
* ক্যামেরা: এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স এবং 2 মেগাপিক্সেল অন্য ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
* ব্যাটারি: Vivo T3x 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জিঙের জন্য এতে 44ওয়াট ফাস্ট চার্জিং ফিচার জহ করা হয়েছে।
* অন্যান্য: Vivo T3x 5G ফোনে আইপী64 রেটিং, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল সিম, 4G, 5G, ওয়াই-ফাই এবং ব্লুটুথ সহ বিভিন্ন ফিচার সহ লঞ্চ করা হয়েছে।
* ওজন এবং ডায়মেনশন: এই ফোনটির ওজন 199 গ্রাম এবং ডায়মেনশন মাত্র 7.99mm রয়েছে।
* ওএস: Vivo T3x 5G ফোন অ্যান্ড্রয়েড 14 এবং Fun Touch OS 14 সহ কাজ করে।