Technology

8 months ago

Free WiFi: পাবলিক ওয়াইফাই ব্যবহার করছেন! মারাত্মক বিপদ ডেকে আনছেন না তো?

Free WiFi
Free WiFi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিভিন্ন জায়গায় বর্তমানে বিনামূল্যে WiFi এর সুবিধা দেওয়া হয়। রেলস্টেশন থেকে শুরু করে রেস্তরাঁ অথবা বিভিন্ন রাস্তায়। এগুলিকে মূলত পাবলিক ওয়াইফাই বলা হয়। কিন্তু আপনি কি জানেন এই WiFi ব্যবহার করলে ভয়াবহ বিপদ হতে পারে। চুরি হতে পারে আপনার ফোনের বিভিন্ন তথ্য।

কী বিপদ হতে পারে?

পাবলিক WiFi হল এমন একটি মাধ্যম যা দিয়ে হ্যাকাররা খুব সহজেই ঢুকতে পারে। এছাড়াও বিভিন্ন ম্যালওয়ার বা ভাইরাস ঢুকতে পারে ফোনে। যেগুলি মূলত স্পাইওয়ার হিসেবে কাজ করে। ফোন, ল্যাপটপের ভিতরে ঢুকে যাবতীয় তথ্য হ্যাকারদের সার্ভারে পাঠাতে থাকে। এবং আপনি জানতেই পারবেন না। সেকারণে পাবলিক ওয়াইফাই ব্যবহার করা একদমই উচিত নয়।

সুরাহা মিলবে কীভাবে?

তবে এক্ষেত্রে একটা উপায় রয়েছে। যদি কোনও ব্যবহারকারীকে কাজের প্রয়োজনে পাবলিক ওয়াইফাই ব্যবহার করতেই হয় তাহলে ফোনে একটি অ্য়ান্টি ভাইরাস বা অ্য়ান্টি ম্যালওয়ার ব্যবহার করুন। এর পাশাপাশি ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন, UPI পিন সহ আর্থিক লেনদেন করবেন না। এবং পাবলিক ওয়াইফাই ব্যাবহারের ক্ষেত্রে একটি ফোন নির্দিষ্ট রাখুন।

You might also like!