Technology

4 months ago

দাম কমেছে রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনের, জেনে নিন বিস্তারিত

Realme Narzo 70 Pro 5G
Realme Narzo 70 Pro 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Realme তার নতুন Narzo সিরিজের স্মার্টফোন Realme Narzo 70 Pro 5G লঞ্চ করেছিল। লঞ্চের এক মাসের মধ্যে, কোম্পানি এটিতে 3,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট ঘোষণা করেছে। তাই এখন এই ফোন আরও কম দামে কেনা যাবে। মোবাইলটি 256GB অভ্যন্তরীণ স্টোরেজ সহ শীর্ষ ভেরিয়েন্টের সঙ্গে দুটি স্টোরেজ বিকল্পে উপলব্ধ রয়েছে।Realme Narzo 70 Pro 5G ডিভাইস দুটি স্টোরেজ বিকল্পে লঞ্চ করা হয়েছে। ফোনটি বেস মডেলে 2,000 টাকা এবং টপ মডেলে 3,000 টাকা ব্যাঙ্ক ছাড় পাচ্ছে। অফারের পরে, মোবাইলের 8GB RAM এবং 128GB বিকল্পের দাম বেড়েছে 17,999 টাকা, যেখানে 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ শীর্ষ মডেলটি 19,999 টাকায় পাওয়া যাবে।

realme Narzo 70 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: realme narzo 70x 5G ফোনে 1080 x 2400 এচডি + রেজোলিউশন সহ 6.72 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট, 240 টাচ সেপ্লিং রেট, 1500:1 কন্ট্রাস্ট রেশিয় এবং 800নিটস ব্রাইটনেস যোগ করা হয়েছে।

প্রসেসর: কোম্পানি এই ফোনে প্রসেসিঙের জন্য মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্লাস চিপসেট সহ পেশ করেছে। এই ফোনটি 2.2Ghz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে, ফলে গেমিং সহ অন্যান্য অপশন স্মুথ ভাবে উপভোগ করতে পারবে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য এতে মালী জি57 জিপিউ যোগ করা হয়েছে।

স্টোরেজ: realme narzo 70x 5G ফোন দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এতে 4GB + 128GB স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজ রয়েছে। এই ফোনে RAM বাড়ানোর জন্য 6GB পর্যন্ত ডায়নেমিক সাপোর্ট করবে। এতে 12GB পাওয়ার ব্যবহার করা যাবে।

ক্যামেরা: realme narzo 70x 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হয়েছে। এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের অন্য লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য realme narzo 70x 5G ফোনে 5000mAh শক্তিশালী ব্যাটারি সহ দ্রুত চার্জিঙের জন্য 45ওয়াট সুপারবুক চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এটি শুধুমাত্র 31 মিনিটে 50% পর্যন্ত চার্জ হয়ে যাবে।

অন্যান্য: অন্যান্য ফিচার হিসেবে ইন ওয়াটার টাচ ফিচার, রেয়ার জেসচার ফিচার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টিরিও স্পিকার এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি54 রেটিং যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি: এই ফোনে ডুয়াল সিম 5G, 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্টের মতো ফিচার দেওয়া হয়েছে।

ওএস: realme narzo 70x 5G ফোন অ্যান্ড্রয়েড 14 এবং realme ইউআই 5.0 সহ কাজ করে।

You might also like!