Technology

6 months ago

Samsung আবার শুরু করতে পারে তাদের গ্যালাক্সি ‘সি’ সিরিজ, প্রকাশ্যে এল Galaxy C55 Smartphone

Samsung  Galaxy C55
Samsung Galaxy C55

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃযারা আজ থেকে প্রায় 10 বছর আগে Smartphone ব্যাবহার শুর করেছেন তাঁরা Samsung Galaxy C series সম্পর্কে অবশ্যই জানেন। 2017 সালে কোম্পানির পক্ষ থেকে এই সিরিজ বন্ধ করে দেওয়া হয় এবং বর্তমানে আবার কোম্পানি সি সিরিজ শুরু করতে পারে। সার্টিফিকেশন সাইটে নতুন Samsung Galaxy C55 ফোনটি দেখা গেছে। ফলে নতুন করে কোম্পানির গ্যালাক্সি সি সিরিজের ফোনের লঞ্চের আভাস পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy A55 5G ফোনের স্পেসিফিকেশন

দাম: এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 39,999 টাকা রাখা হয়েছে। একইভাবে ফোনটির 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্ট 42,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ মডেল 45,999 টাকা দামে পেশ করা হয়েছে।

স্ক্রীন: Samsung Galaxy A55 5G ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রীন 120 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে। কোম্পানি এই ফোনে ভিশন বুস্টার টেকনোলজি যোগ করেছে।

পারফরম্যান্স: কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A55 5G ফোনের চিপসেটের নাম প্রকাশ করা হয়নি। তবে এই ফোনে 2.75 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত একটি অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 ও ওয়ানইউআই সহ পেশ করা হয়েছে। ফোনটি 4 বছর ওএস এবং 5 বছর সিকিউরিটি আপডেট পাবে বলে জানানো হয়েছে।

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung A55-এর ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। তে LED ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপারচারযুক্ত 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরায় ওইএইস ফিচার যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা, রিল তৈরি করা এবং ভিডিও কল করার জন্য Samsung Galaxy A55 5G ফোনে এফ/2.2 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

মেমরি: Samsung Galaxy A55 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনের বেস মডেলে 8GB র‍্যাম এবং 128GB স্টোরেজ রয়েছে। একইভাবে দ্বিতীয় ভেরিয়েন্টটিতে 12GB র‍্যাম ও 256GB স্টোরেজ এবং তৃতীয় ভেরিয়েন্টটিতে 12GB র‍্যাম ও 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।

অপারেটিং সিস্টেম: Samsung তাদের নতুন Galaxy A55 5G ফোনটি লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করেছে। এটি One UI 6.1 সহ কাজ করে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A55 5G ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Galaxy A55 ফোনটি 12 5G Bands সাপোর্ট করে। এতে USB Type-C 2.0, 5GHz Wi-Fi, Bluetooth v5.3 এবং NFC এর মতো বিভিন্ন প্রয়োজনীয় অ্যাডভান্স ফিচার রয়েছে।


You might also like!