Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

Technology

2 years ago

Motorola E13, জেনে নিন স্পেসিফিকেশন ও দাম

Motorola E13
Motorola E13

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃMotorola সম্প্রতি ইউরোপে তাদের নতুন স্মার্টফোন Moto E13 লঞ্চ করেছে।ভারতে এই স্মার্টফোনটি লঞ্চ করার পরিকল্পনা করছে সংস্থাটি। Moto E সিরিজ হল কোম্পানির এন্ট্রি-লেভেল সিরিজ, যার কারণে এই সিরিজের স্মার্টফোনের দাম সবসময়ই কম।

দাম

Moto E13 ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে আবার বাজারে আনা হয়েছে। এই মডেলের দাম মাত্র 8,999 টাকা রাখা হয়েছে। জানিয়ে রাখি এটি লঞ্চ অফারে ফোনটির দাম, পরে এই দাম বাড়ানোও হতে পারে। আগামী 16 আগস্ট থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। মনে করিয়ে দিই গত ফেব্রুয়ারি মাসে Moto E13 ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছিল। তখন ফোনটির 2GB RAM + 64GB মেমরি এবং 4GB RAM + 64GB স্টোরেজ মডেল লঞ্চ করা হয়েছিল।

Motorola E13 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: মোটোরোলা ই13 ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 20:9 আসপেক্ট রেশিও, 720 x 1600 পিক্সেল রেজলিউশন এবং 60​ হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর Unisoc T606 প্রসেসরে কাজ করে। গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 এমসি2 জিপিইউ রয়েছে।

স্টোরেজ: এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। এছাড়া ফোনের মেমরি আরও বাড়ানোর জন্ত এতে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য মোটোরোলা ই13 ফোনটির ব্যাক প্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য ফিচার: এতে ডুয়েল সিম 4জি, ওয়াইফাই, ব্লুটুথ, আইপি52 রেটিঙের মতো বেশ কিছু প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: মোটো ই13 ফোনের ডায়মেনশন 164.19 x 74.95 x 8.47এমএম এবং ওজন 179.5 গ্রাম।


You might also like!