Technology

8 months ago

Moto G24 Power স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

Moto G24 Power
Moto G24 Power

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ‘G’ সিরিজের নতুন বাজেট-ফ্রেন্ডলি হ্যান্ডসেট Moto G24 Power। যাতে একাধিক হাই-এন্ড ফিচার পাবেন ব্যবহারকারীরা। স্মার্টফোনের ব্যাটারিতে সবচেয়ে বড় চমক দিয়েছে সংস্থা। থাকছে 5,000mAh ব্যাটারি সঙ্গে 33W টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং। ফেব্রুয়ারি থেকে শুরু হবে স্মার্টফোনের সেলিং।গত কয়েক মাসে একাধিক ফোন এনেছে কোম্পানি, যার মধ্যে অধিকাংশ 5G হ্যান্ডসেট। এই সমস্ত ফোনগুলিতে বেশ কিছু জায়গায় উন্নতি করেছে মটোরোলা যা নজর কেড়েছে ব্যবহারকারীদের। এই স্মার্টফোনে এমন কী ফিচার্স রয়েছে আসুন জেনে নেওয়া যাক।

Moto G24 Power এর দাম

ভারতের বাজারে Moto G24 Power ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।

ফোনটির 4GB RAM + 128GB মডেল 8,999 টাকা দামে পেশ করা হয়েছে। 8GB RAM + 128GB মডেলের দাম রাখা হয়েছে 9,999 টাকা।

এই ফোনটি গ্লেশিয়ার ব্লু এবং ইঙ্ক ব্লু কালারে পেশ করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সঙ্গে 750 টাকা এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে।

আগামী 7 ফেব্রুয়ারি থেকে এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানির ওয়েবসাইট এবং বিভিন্ন রিটেইলস স্টোরের মাধ্যমে সেল করা হবে।

Moto G24 Power এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Moto G24 Power ফোনে 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে কোম্পানি 2.0GHz গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও G85 অক্টাকোর প্রসেসর যোগ করেছে। এর সঙ্গে সুন্দর গ্রাফিক্সের জন্য রয়েছে। মালী G52 MP2 জিপিইউ।

স্টোরেজ: বাজারে এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 4GB RAM + 128GB মেমরি এবং 8GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: Moto G24 Power ফোনে ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে ডুয়েল সিম 4জি, ব্লুটুথ v5.0, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং এফএম রেডিও রয়েছে।

অন্যান্য: এই ফোনে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP52 রেটিং, ডলবি অ্যাটমস সাপোর্টেড স্টেরিও স্পিকার রয়েছে।

ওএস: এই ফোনটি লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে।


You might also like!