Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

Technology

2 years ago

Mobile Storage Problem: মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে? খালি রাখার সহজ উপায়

Mobile storage is getting full? Easy way to keep empty
Mobile storage is getting full? Easy way to keep empty

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সঙ্গে থাকা মুঠোফোনেই এখন প্রায় সব কাজই সম্ভব। ট্রেনের টিকিট বুকিং থেকে ছবি তোলা অথবা অনলাইনে পড়াশোনা সবকিছুতেই মুশকিল আসান স্মার্ট ফোন। কিন্তু অনেক সময় দরকারি ফোনে একাধিক সমস্যা তৈরি হয়। তার মধ্যে স্টোরেজ কমে যাওয়ার সমস্যায় পড়েন অনেকেই। কীভাবে সমস্যার সমাধান করবেন জানুন-

ফোনের মধ্যে একাধিক ফাইল থাকলে স্টোরেজ কমে যায়। ওই ফাইলগুলি অন্যত্র সরিয়ে রাখলে স্টোরেজ কমে যাওয়ার সমস্যা মিটবে। কয়েকটি বিষয় মাথায় রাখলেই সেই সমস্যা থেকে মুক্তি পাবেন।

প্রথমত চেষ্টা করুন ফোনের ইনবিল্ড স্টোরেজে কোনও ছবি না রাখতে। পরিবর্তে গুগল ড্রাইভ ব্যবহার করে ফোনেরযাবতীয় ছবি সেখানে সেভ করে রাখুন। প্রয়োজনে সেখান থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন।

দ্বিতীয়ত অনেকে ইন্টারন্যাল মেমরিতে একাধিক গান লোড করে রাখেন। কিন্তু এতে স্টোরেজ কমতে থাকে। পরিবর্তে কোনও মিউজিক স্ট্রিমিং অ্য়াপ ডাউনলোড করে রাখুন ফোনে।

তৃতীয়ত, অনেকের ফোনে অপ্রয়োজনীয় একাধিক অ্য়াপ থাকে। যে অ্য়াপ খুব একটা প্রয়োজন হয় না সেগুলি ডিলিট করুন।

চতুর্থত অটো আপডেট বন্ধ রাখুন। এই অপশনটি চালু থাকলে বিভিন্ন অ্য়াপ নিজে থেকেই আপডেট হতে থাকে। ফলে স্টোরেজ ভর্তি হয়ে যায়। সেকারণে এই অপশনটি বন্ধ রাখা দরকার।

You might also like!