Technology

8 months ago

Mahindra XUV 400 pro EV: বৈদ্যুতিক গাড়ির দু'টি নতুন সংস্করণ লঞ্চ করল মাহিন্দ্রা

Mahindra XUV 400 pro EV
Mahindra XUV 400 pro EV

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইলেকট্রিক গাড়ির চাহিদা বেড়েছে বাজারে! সম্প্রতি XUV400 Pro ইলেকট্রিক ভেরিয়েন্ট প্রকাশ্যে এনেছে Mahindra। আগামী দিনে এই গাড়িগুলির আকর্ষণীয় চাহিদা লক্ষ্যণীয় হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। কী এই নতুন গাড়ির নাম? কত টাকা দামে কী কী ফিচার্সের সুবিধা সহ গ্রাহকেরা এই গাড়িটি ক্রয় করতে পারবেন? সমস্ত তথ্য রইল নিম্নলিখিত-

Mahindra XUV 400 pro EV

একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, 2024 সালের প্রথম মাসের দ্বিতীয় সপ্তাহে দেশের গাড়ির বাজারে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার পক্ষ থেকে কোম্পানিটির জনপ্রিয় স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের মডেল Mahindra XUV 400 –র দুটি নতুন বৈদ্যুতিক সংস্করণ লঞ্চ করা হয়েছে। এই নবনির্মিত বৈদ্যুতিক চারচাকা গাড়ির মডেলগুলির নাম দেওয়া হয়েছে EC Pro এবং EL Pro।

Mahindra XUV 400 pro EV -এর মূল্য

মাহিন্দ্রা XUV400 –এর বৈদ্যুতিক ব্যাটারি চালিত মডেল ইসি প্রো-এর দাম করা হয়েছে 15.49 লক্ষ টাকা (এক্স শোরুম)। তবে এই সংস্করনটির তুলনায় ইএল প্রো সংস্করণটির দাম তুলনামূলকভাবে বেশি। ইএল প্রো –এর সংস্করণটি 34.5 kWh ব্যাটারির বিকল্প সহ কিনলে সেই গাড়িটির দাম পড়বে 16.47 লক্ষ টাকা (এক্স শোরুম)। অন্যদিকে এই একই গাড়ির মডেলটি যদি আপনি 39.4 kWh ব্যাটারির বিকল্প সহ ক্রয় করেন, তাহলে সেই গাড়িটির দাম পড়বে 17.49 লক্ষ টাকা (এক্স শোরুম)। এই নতুন সংস্করণগুলি একাধিক অত্যাধুনিক ফিচার্স এবং নতুনভাবে ডিজাইন করা ড্যাশবোর্ড সহ লঞ্চ করা হয়েছে। তবে এক্সটিরিওর ডিজাইনের ক্ষেত্রে কোনরকম পরিবর্তন করা হয়নি।

Mahindra XUV 400 pro EV-এর ফিচার

গাড়ির ইন্টিরিয়রে এই দুটি মডেলের ক্ষেত্রে ধূসর এবং কালো রঙের নতুন ডিজাইনের সেন্টার কনসোল দেওয়া হয়েছে। রয়েছে কপার স্টিচিং এবং পিয়ানো ব্ল্যাক ফিনিশ সহ ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল। ইনফোটেইনমেন্ট সিস্টেমটি বৃহত্তর 10.25 ইঞ্চি স্ক্রিন সহ আপডেট করা হয়েছে। এছাড়াও পাওয়া যাবে অ্যাপল কার প্লে, অ্যান্ড্রয়েট অটো, অ্যাড্রিনো এক্স কনেকটেড টেকনোলোজি। অ্যালেক্সা ইন্টিগ্রেশনের সুবিধাও রয়েছে। গাড়িটিতে একটি সম্পূর্ণ ডিজিটাল 10.25 ইঞ্চি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার প্রদান করা হয়েছে যা নেভিগেশন এবং ইভি সংক্রান্ত নির্দিষ্ট তথ্য প্রদান করবে। একটি সিঙ্গল প্যান সানরুফ, টিএমপিএস, রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ফগ ল্যাম্প, অটো হেডল্যাম্প, অটো ওয়াইপার্সের সুবিধা রয়েছে। ফান, ফাস্ট এবং ফিউরিয়াস এই তিনটি ড্রাইভিং মোডের সুবিধাও পাওয়া যাবে।

Mahindra XUV 400 pro EV -এর ব্যাটারি ও পাওয়ারট্রেন

ব্যাটারি প্যাক এবং পাওয়ারট্রেনের ক্ষেত্রে ইসি প্রো এবং ইএল প্রো দুটি বৈদ্যুতিক গাড়ির মডেলেই রয়েছে 34.5 kWh –এর ব্যাটারি প্যাক। তবে ইএল প্রো-এর ক্ষেত্রে একটি 39.4 kWh ব্যাটারি প্যাক-এর বাড়তি সুবিধা পাবেন গ্রাহকেরা। দুটি সংস্করণেই সিঙ্গল ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে যা 150 হর্সপাওয়ার এবং 310 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। মহিন্দ্রার পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে এই গাড়ি দুটি মাত্র 8.3 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার পর্যন্ত গতি বৃদ্ধি করতে পারে। সর্বোচ্চ গতি 150 কিমি প্রতি ঘন্টা। 34.5 kWh ব্যাটারি প্যাকটি 375 কিলোমিটার রেঞ্জ এবং 39.4 kWh –এর ব্যাটারি প্যাকটি 456 কিলোমিটারের রেঞ্জ অফার করে।আগ্রহী গ্রাহকেরা আগামীকাল থেকে 21,000 টাকার বুকিং অ্যামাউন্ট প্রদান করে Mahindra XUV 400 EV –র অগ্রিম বুকিং করতে পারেন। 2024 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ডেলিভারি করা শুরু হবে বলে জানা গিয়েছে।


You might also like!