Technology

8 months ago

Lenovo Tab : গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Lenovo Tab K11, জেনে নিন বিস্তারিত

Lenovo Tab K11
Lenovo Tab K11

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সর্বশেষ মোবাইল ট্যাব এবং ল্যাপটপ বাজারে ক্রমাগত নতুন উদ্ভাবন এবং আকর্ষণীয় বৈশিষ্ট্য অফার করছে । ব্যবহারকারীদের মধ্যে এই ধরনের নতুন এবং অত্যাধুনিক ফিচার কেনার উন্মাদনা রয়েছে ।

লেনোভো এই নতুন ট্যাব লঞ্চ উপলক্ষ্যে এক বিবৃতিতে বলেছে, এই ট্যাবটি হল Lenovo Tab K11. 10.95 ইঞ্চির স্ক্রিন এবং 7,040mAh Battery সহ এই ট্যাবলেট আপাতত জাপানে পেশ করা হয়েছে। নিচে এই ট্যাবলেটের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Lenovo Tab K11 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ট্যাবলেটে 1920 x 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 10.95 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিনের চারদিকে বেজল রয়েছে এবং এটি আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি।

প্রসেসর: এই ট্যাব অ্যান্ড্রয়েড 13 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত মিডিয়াটেক হেলিও জি88 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: জাপানে এই ট্যাবলেট 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এতে 64জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে এর স্টোরেজ বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ট্যাবে 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Lenovo Tab K11 ট্যাবে 7,040mAh Battery রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: এই ট্যাবলেটের ডায়মেনশন 255.3 x 166.3 x 7.2 এমএম এবং ওজন 465 গ্রাম। এতে ডুয়েল টোন ব্যাক প্যানেল যোগ করা হয়েছে।

ফিচার: এই ট্যাবে Lenovo Tab Pen Plus রয়েছে। এই ট্যাবলেটটিকে সেকেন্ডারি স্ক্রিন হিসাবে ব্যাবহার করার জন্য এতে Lenovo Freestyle feature ফিচারও রয়েছে।


You might also like!