Breaking News
 
Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা! Tirumala Tirupati Temple: ধর্মীয় শৃঙ্খলাভঙ্গ নাকি খ্রিস্টধর্মের প্রচার? তিরুপতি মন্দিরের আধিকারিক সাসপেন্ড, উঠছে ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন! Alia Bhatt: পরিকল্পিতভাবে ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ! আলিয়ার কোটি টাকার প্রতারণা কাণ্ডে গ্রেফতার ঘনিষ্ঠ সহকারী SSC Scam: নতুন এসএসসি নিয়োগে আপত্তি, ডিভিশন বেঞ্চে গেলেন চাকরিপ্রার্থী একাংশ NRC notice to West Bengal resident: “এনআরসি চাপাতে চাইছে বিজেপি” — দিনহাটায় বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর Shamik Bhattacharya: মুখ্যমন্ত্রী পদে বিজেপির মুখ কে?শমীকের উত্তর ঘুরপাক খেল দলীয় সিদ্ধান্তে!

 

Technology

7 months ago

ভারতীয় বাজারে লঞ্চ করল Kawasaki Ninja ZX4RR, দাম কত ?

Kawasaki Ninja ZX4RR
Kawasaki Ninja ZX4RR

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   জাপানি বাইক নির্মাতা সংস্থা Kawasaki ভারতীয় বাজারে লঞ্চ করল awasaki Ninja ZX 4RR আপডেটেড মডেল ৷ চলতি মাসেই জাপানি সংস্থাটি ভারতীয় বাজারে 2025 Kawasaki Ninja ZX4RR বাইক লঞ্চ করেছে । আপডেট মডেলে যোগ হয়েছে বেশ কিছু অতিরিক্ত ফিচার ৷

এই বাইক আরও তিনটি রং - লাইম গ্রিন, এবনি এবং বিজার্ড হোয়াইট কালার স্কিমে পাওয়া যাবে। বাইকের আর কোথাও কোনও উল্লেখযোগ্য আপডেট করেনি সংস্থা। একনজরে বাইকের ফিচার ও স্পেসিফিকেশন।

ফিচার ও স্পেসিফিকেশন

 এই মডেলে রয়েছে ৩৯৯ সিসি লিকুইড কুল্ড ইন-লাইন চার সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৭৬ হর্সপাওয়ার এবং ৩৭.৬ এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকটি সর্বাধিক ১৫,০০০ আরপিএমে দৌড়তে সক্ষম। এই আরপিএমে বাইকের শক্তি সর্বাধিক ৮০ হর্সপাওয়ারে পৌঁছতে পারে। এতে ৬ স্পিড গিয়ার এবং বাই-ডাইরেকশনাল কুইকশিফটার পাওয়া যাবে। বাইকের কার্ব ওয়েট ১৮৯ কেজি।

হার্ডওয়্যারের ক্ষেত্রে এতে সাসপেনশন রয়েছে সামনে প্রিলোড অ্যাডজাস্টেবিলিটি এবং পিছনে প্রিলোড অ্যাডজাস্টেবিলিটি Showa BFRC লাইট মনোশক। সামনে রয়েছে ডুয়াল সেমি-ফ্লোটিং ডিস্ক ব্রেক এবং পিছন চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক। বাইকের দু’প্রান্তেই উপস্থিত ডুয়াল চ্যানেল এবিএস।

আবার এই মোটরবাইকে রয়েছে ৪.৩ ইঞ্চি TFT ডিসপ্লে, সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি। বাইকে পাবেন ৪টি রাইডিং মোড এবং এলইডি লাইটিং। দুরন্ত শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে স্মার্ট ফিচার সম্পন্ন স্পোর্টস বাইক ২০২৫ কাওয়াসাকি নিনজা ZX-4RR।

আগের মডেলের থেকে বাইকের দাম ৩২ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। নতুন ২০২৫ কাওয়াসাকি নিনজা ZX-4RR বাইকের দাম রাখা হয়েছে ৯.৪২ লাখ টাকা (এক্স-শোরুম)।

You might also like!