Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Technology

1 year ago

Boat Lunar Pro LTE: এবার স্মার্ট ওয়াচেও চলবে জিও সিম! মার্কেটে এল boAt Lunar Pro LTE

Jio SIM will run on smart watches! BOAT Lunar Pro LTE has arrived in the market
Jio SIM will run on smart watches! BOAT Lunar Pro LTE has arrived in the market

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অভিনব স্মার্টওয়াচ লঞ্চ করল বোট। দেশের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও’র সঙ্গে হাত মিলিয়ে লঞ্চ হল boAt Lunar Pro LTE স্মার্টওয়াচ। এটি সংস্থার প্রথম স্মার্টওয়াচ যেখানে জিও’র ই-সিম পরিষেবা পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে কানেক্টিভিটির ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যাবে বলে দাবি সংস্থার।

এখন স্মার্টফোনের অনেক কাজ স্মার্টওয়াচেও মিটিয়ে ফেলা যায়। শুধু বাকি ছিল সিম কানেক্টিভিটি। এবার সেই চাহিদাও পূরণ করল বোটের নতুন লুনার প্রো। আর স্মার্টফোন ক্যারি করতে হবে না গ্রাহকদের। কল, SMS সব রকম পরিষেবাই পাওয়া যাবে এই স্মার্টওয়াচে।

যে কোনও জায়গায় ফোনেই কল ধরতে পারবেন। মেসেজ পাঠাতে পারবেন এবং বন্ধু-বান্ধব, প্রিয়জনদের। সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন তাদের সঙ্গে। ফোনের সিমে নেটওয়ার্ক না থাকলেও জরুরি ক্ষেত্রে স্মার্টওয়াচের ই-সিম প্রযুক্তি কাজে আসতে পারে।

ফিচার্স -

1. 39 ইঞ্চি AMOLED স্ক্রিন

কাস্টমাইজ ওয়াচ ফেস

100টির বেশি স্পোর্টস মোড

ব্লুটুথ কলিং সাপোর্ট

ই-সিম সেলুলার সাপোর্ট : শুধু জিও এবং এয়ারটেল

ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট

হেলথ মনিটরিং, ট্র্যাকিং ফিচার

577mAh ব্যাটারি

You might also like!