Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Technology

4 months ago

Mobile Phone Cool Tips: মোবাইলের অতিরিক্ত তাপমাত্রা কি বিপজ্জনক? রইল প্রতিকার!

Mobile Phone Cool Tips
Mobile Phone Cool Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন ছাড়া যেন চলাই মুশকিল। ঘুম ভাঙা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত—প্রায় সর্বক্ষণই হাতে থাকে মোবাইল ফোন। কিন্তু যেকোনও জিনিসের অতিরিক্ত ব্যবহারে যেমন সমস্যা বাড়ে, তেমনি মোবাইল ফোনও যদি লাগাতার ব্যবহার করা হয়, তবে সেটি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে।  এটি শুধু ফোনের ক্ষতি করে না, ব্যবহারকারীরও বিপদ বাড়ায়।

∆ মোবাইল ফোন গরম হওয়ার কারণ- 

১) অতিরিক্ত সময় ধরে ভিডিও দেখা বা গেম খেলা;

২) চার্জে বসিয়ে ফোন ব্যবহার করা;

৩) ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ চালু থাকা; 

৪) ভারী অ্যাপ বা হাই-গ্রাফিক্স গেমের ব্যবহার; 

৫) দুর্বল নেটওয়ার্কে ফোন ব্যবহার করা।

∆ মোবাইল ফোন গরম হলে যা যা করনীয়- 

১) সরাসরি সূর্যের আলো মোবাইল ফোনে পড়লে ফোনার তাপমাত্রা তাড়াতাড়ি বেড়ে যায়। ফলে যখন বাড়ির বাইরে থাকবেন চেষ্টা করতে হবে ফোন যেন ছায়ায় থাকে;

২) ফোন কখনও কিছুর উপর রেখে চার্জ দিতে নেই। বালিশ, বিছানা বা নরম কোনওকিছুর উপর ফোন রেখে চার্জ দিলে তাপমাত্রা বেড়ে যায়। তাই সমতল ও ঠান্ডা জায়গায় মোবাইল ফোন চার্জ দেওয়া দরকার;

৩) মোবাইল ফোন বেশি গরম হয়ে গেলে স্মার্টফোনের স্ক্রিনটাইম কমানোর চেষ্টা করতে হবে। ফোনের স্ক্রিনের ব্রাইটনেস মোটেও অতিরিক্ত রাখা ভালো নয়, বরং তা কমিয়ে রাখা দরকার;

৪) একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারের ফলে মোবাইল ফোন গরম হয়ে যায়। ফলে যখন যে অ্যাপ প্রয়োজন, সেই সময়ই সেটি খুলে বাকিগুলি বন্ধ রাখলে ফোন গরম হওয়া আটকানো যায়;

৫) অনেক সময় মোবাইল ফোন বেশি ব্যবহার করলে গরম হয়ে যায়। বেশিক্ষণ গেম খেললেও একই সমস্যা দেখা দেয়। তাই যখন মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে, সেই সময় তা ব্যবহার করা থেকে বিরত থাকুন; 

৬) মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে কেস খুলে দেওয়া উচিত। পাশাপাশি ফোনে এয়ারপ্লেন মোড অন করতে পারেন। ব্লুটুথ, ওয়াইফাই অপশন বন্ধ করে দিতে হবে;

৭) অনেক সময় সফটওয়্যার গ্লিচ বা প্রসেসর ওভারলোডের জন্য ফোন গরম হয়। ফোন রিস্টার্ট করলে তা অনেক সময় ঠিক হয়ে যায়;

৮) বাজারচলতি নকল বা অতি সস্তার চার্জার ব্যবহার করলে ফোনের ব্যাটারি গরম হয়ে যেতে পারে। সবসময় ফোনের ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করুন।

মোবাইল ফোন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে ঠিকই, কিন্তু তার সঠিক ব্যবহার না জানলে বিপদ বাড়তে পারে। অতিরিক্ত গরম হওয়া ফোন শুধু ফোনের আয়ু কমায় না, আগুন লাগার মতো বিপজ্জনক ঘটনাও ঘটাতে পারে। তাই সাবধান থাকুন, প্রযুক্তি ব্যবহার করুন বুদ্ধিমত্তার সঙ্গে।

You might also like!