Breaking News
 
Red Fort Explosion: লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! আগুনে পুড়ল একাধিক গাড়ি, মৃত্যু অন্তত আটজন—তদন্তে নামল এনআইএ ও এনএসজি Suvendu attack mamata banerjee : মমতা ও তাঁর সরকার অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে : শুভেন্দু অধিকারী Prime Minister Narendra Modi : আরও ৪টি বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরু, বারাণসী থেকে সূচনা প্রধানমন্ত্রীর Michael Jackson Biopic: জাফর ইন দ্য হাউস! মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজ়ার প্রকাশ্যে, মামার চরিত্রে নজর কাড়লেন ভাইপো Shah Rukh Khan Aryan Khan:'বাদশা ঘনিষ্ঠ' ফাঁস করলেন বড় খবর: এবার আরিয়ানের নির্দেশনায় দেখা যাবে শাহরুখ খানকে? Rashmika Mandanna Vijay Deverakonda:বাগদানের আংটির দামই ২ লাখ! এবার উদয়পুরে কবে চার হাত এক হবে রশ্মিকা ও বিজয়ের?

 

Technology

1 year ago

iQOO : বাজারে আসছে iQOO Neo 9 Pro, 22 ফেব্রুয়ারি ভারতে হবে লঞ্চ

iQOO Neo 9 Pro
iQOO Neo 9 Pro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ iQoo 22 ফেব্রুয়ারি ভারতে নতুন iQoo Neo 9 Pro লঞ্চ করবে। এটি 2024 সালে কোম্পানির দ্বারা প্রথম লঞ্চ হবে এবং 2023 সালের নভেম্বরে দেশে iQoo 12 লঞ্চ হওয়ার পরে। iQoo Neo 9 Pro তার পূর্বসূরীর তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেডের প্রতিশ্রুতি দেয়। লঞ্চের আগে, iQoo টিজ করেছে এবং নিশ্চিত করেছে একগুচ্ছ বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন যা আমরা স্মার্টফোনে দেখতে পাব।আগামী 22 ফেব্রুয়ারি আইকু ভারতে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চেই ভারতের মার্কেটে নতুন ‘নিও’ সিরিজ পেশ করা হবে। কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এই দিন ভারতে iQOO Neo 9 Pro লঞ্চ করা হবে। 

Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর

আইকু জানিয়ে দিয়েছে আপকামিং iQOO Neo 9 Pro ফোনে শক্তিশালী Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট থাকবে। জানিয়ে রাখি এই চিপসেট 1.7 মিলিওনেরও বেশি AnTuTu benchmark score পেয়েছে। কোম্পানি জানিয়ে দিয়েছে ভারতে iQOO Neo 9 Pro ফোনটি 12GB RAM + 256GB Storage এবং 8GB RAM + 256GB Storage সহ সেল করা হবে।

iQOO Neo 9 Pro এর স্পেসিফিকেশন 

ডিসপ্লে: iQOO Neo 9 Pro ফোনে 6.78 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন, এইচডিআর10 এবং ইন্ডাস্ট্রি বেস্ট 144Hz রিফ্রেশরেট সাপোর্ট করতে পারে।

ক্যামেরা: iQOO Neo 9 Pro ফোনে OIS ফিচারযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে 50 মেগাপিক্সেল SONY IMX920 সেন্সর থাকবে। এর সঙ্গে সেকেন্ডারি 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকতে পারে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 9 Pro ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5160mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

অন্যান্য: iQOO Neo 9 Pro ফোনে ডুয়েল 5G, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই 7, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে।

ওএস: ভারতে এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Funtouch OS 14 এর সঙ্গে পেশ করা হতে পারে।


You might also like!