Technology

4 months ago

108MP ক্যামেরা সহ Infinix Note 40X 5G ভারতে আগামী মাসে হবে লঞ্চ,জেনে নিন ডিটেইলস

Infinix Note 40X 5G
Infinix Note 40X 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইনফিনিক্স নোট ৪০এক্স ফোন (Infinix Note 40X 5G) লঞ্চ হতে চলেছে ভারতে। চিনের সংস্থা ইনফিনিক্স (Infinix Phones) জানিয়েছে, এটি একটি ৫জি ফোন হতে চলেছে। ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। ভারতে এই ফোন লঞ্চ হতে চলেছে আগামী ৫ অগস্ট। তিনটি রঙে এই ফোন দেশে লঞ্চ হতে পারে। লাইম গ্রিন, পাম ব্লু এবং স্টারলাইট ব্ল্যাক- এই তিন রঙে ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। তবে এর দাম সম্পর্কে কিছু জানা যায়নি।

কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপকামিং Infinix Note 40X 5G স্মার্টফোনের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। আগামী 5 আগস্ট ভারতে এই 5G ফোনটি লঞ্চ করা হবে। এই দিন ফোনের দাম এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাবে। কোম্পানির ভারতীয় ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ফোনের লঞ্চ লাইভ দেখা যাবে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী Infinix Note 40X 5G স্মার্টফোনে প্রাইমারি সেন্সর 108 মেগাপিক্সেল সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হবে।

Infinix Note 40X 5G স্মার্টফোন একাধিক মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই ফোনের টপ মডেল 12GB RAM সহ 256GB স্টোরেজ অপশন দেওয়া হবে।

এই ইনফিনিক্স স্মার্টফোন USB Type-C সহ ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। অন্যদিকে ইয়ারফোন লাগিয়ে গান শোনার জন্য এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হবে।

Infinix Note 40X 5G এর স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে: লিক পোস্টার অনুযায়ী Infinix Note 40X 5G স্মার্টফোনে 1080 x 2460 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির FHD+ ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।

প্রসেসর: Infinix Note 40X 5G স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং XOS 14 সহ লঞ্চ করা হবে। লিক অনুযায়ী এই ফোনে MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে।

মেমরি: প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Infinix Note 40X 5G স্মার্টফোনে 12জিবি র‍্যাম এবং 8জিবি র‍্যাম সহ লঞ্চ করা হবে। এই ফোনে ভার্চুয়াল র‍্যাম ফিচারের মাধ্যমে 12জিবি র‍্যামে 12জিবি এবং 8জিবি র‍্যামে 8জিবি ভার্চুয়াল র‍্যাম যোগ করা হবে।

ক্যামেরা: Infinix Note 40X 5G স্মার্টফোন 108 মেগাপিক্সেল সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে। এই ফোনের ব্যাক প্যানেলে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং থার্ড লাইট সেন্সর দেওয়া হবে। অন্যদিকে ফ্রন্ট প্যানেলে 8MP সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Note 40X 5G স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।

You might also like!