Technology

4 months ago

Infinix Note 40 5G :ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোনের বিক্রি শুরু ভারতে,জেনে নিন দাম

Infinix Note 40 5G
Infinix Note 40 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Infinix Note 40 5G স্মার্টফোনটি আজ বাজারে পা রেখেছে। Infinix Note 40 সিরিজে ইতিমধ্যেই Infinix Note 40 Pro, Infinix Note 40 Pro+ 5G, Infinix Note 40 4G এবং Infinix Note 40 Pro 4G মডেলগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এগুলি বিশ্বের একাধিক বাজারে পাওয়া যায়। আর এখন, ব্র্যান্ডটি লাইনআপে Infinix Note 40 5G মডেলটি যুক্ত করেছে। ভিন্ন প্রসেসর এবং মূল্য ছাড়া, এটি 4G ভ্যারিয়েন্টের মতোই স্পেসিফিকেশন অফার করে। Infinix Note 40 5G ফোনে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, MediaTek Dimensity 7020 প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। আসুন এই ইনফিনিক্স ফোনটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Infinix Note 40 5G ফোনের দাম

ফিলিপিন্সের মার্কেটে Infinix Note 40 5G ফোনটি লঞ্চ করা হয়েছে। ফোনটির 12GB RAM + 512GB Storage মডেলের দাম PHP 13999 রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 20,000 টাকার কাছাকাছি। ফিলিপিন্সের বাজারে এই ফোনটি Black, Gold এবং Green কালারে সেল করা হবে। এই ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে আপাতত কিছু জানা যায়নি। Infinix Note 40 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Infinix Note 40 5G ফোনে 1080 x 2436 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1300 নিটস ব্রাইটনেস এবং 2160Hz পিডব্লিউএম ডিমিং সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং এক্সওএস 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS ফিচার সহ এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 108MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেটআপে দুটি 2MP সেন্সর যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Infinix Note 40 5G ফোনে ডুয়েল ফ্ল্যাশ লাইট সহ এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15W ওয়্যারলেস চার্জিং এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে কোম্পানি ডুয়েল JBL স্পিকার যোগ করেছে। এতে ব্লুটুথ ও ওয়াইফাই এর পাশাপাশি NFC ও OTG ফিচারও রয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনটি IP53 সার্টিফাইড করা হয়েছে।


You might also like!