Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Technology

11 months ago

Swiggy and Zomato:অ্যাপে খাবার অর্ডার করলে দিতে হবে বেশি টাকা, কারণ কী?

Swiggy and Zomato
Swiggy and Zomato

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাড়িতে বসেই মনপসন্দ খাবার পাওয়ার জন্য সবথেকে ভালো উপায় জোমাটো বা সুইগি। হাতে গরম খাবারও আসবে আর তারসঙ্গে পকেটেও অতিরিক্ত টান পড়ে না। কিন্তু এবার থেকে খরচ কিছুটা হলেও বাড়তে পারে। কারণ এবার থেকে প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করতে চলেছে ওই দুটি অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম। এর জন্য প্রতিটি অর্ডারে অতিরিক্ত টাকা গুনতে হবে। তবে প্রাথমিকভাবে মুম্বই, দিল্লি এবং বেঙ্গালুরুর জন্য এই নয়া নিয়ম চালু হতে চলেছে।

এর ফলে কতটা সমস্যা হতে পারে?

প্ল্যাটফর্ম ফি বাবদ এতদিন পর্যন্ত ৫ টাকা করে বিলের সঙ্গে যুক্ত করা হয়। কিন্তু এবার থেকে ২০ শতাংশ হারে প্ল্যাটফর্ম ফি বৃদ্ধির ফলে৬টাকা করে ধার্য করা হবে। অর্থাৎ ১ টাকা করে অতিরিক্ত খরচ গুনতে হবে।

কবে থেকে প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করা হয়েছে?২০২৩ সাল থেকে প্ল্যাটফর্ম ফি দিতে হয় গ্রাহকদের। সেসময় প্ল্যাটফর্ম ফি ধার্য করা হয়েছিল ২ টাকা। তারপর ধীরে ধীরে টাকার মূল্য বাড়াতে শুরু করেছে। এবং বর্তমানে তা ৬টাকা করা হয়েছে। ডেলিভারি চার্জের পাশাপাশি গ্রাহকদের প্ল্যাটফর্ম ফি দিতে হয়। এরসঙ্গে রেস্তরাঁ ফি, GST-ও দিতে হবে ব্যবহারকারীদের।

১টাকা করে প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করায় কতটা লাভ হবে?

আপাতদৃষ্টিতে ১টাকা করে মনে হলেও জোমাটো বা সুইগ্গির বড় অঙ্কের টাকা লাভ হবে। কারণ দৈনিক সুইগ্গি বা জোমাটোর মাধ্যমে ২২ থেকে ২৫ লাখ অর্ডার হয়। সুতরাং প্রতিটি অর্ডারে ১টাকা করে অতিরিক্ত নিলে ওই দুটি প্ল্যাটফর্মের প্রতিদিন উপার্জন কমপক্ষে ২৫ লাখ টাকা বাড়বে।


You might also like!