Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

Technology

2 years ago

RuPay Credit Cards : SBI-এর রুপে ক্রেডিট কার্ডে চালু ইউপিআই, কী ভাবে লিঙ্ক করবেন

How to Link UPI Enabled on Credit Card as SBI
How to Link UPI Enabled on Credit Card as SBI

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি SBI Card এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া UPI-এর সঙ্গে RuPay প্ল্যাটফর্মে SBI ক্রেডিট কার্ড লিঙ্কের ঘোষণা করেছে। 2023 সালের 10 আগস্ট এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, থার্ড পার্টি ইউপিআই অ্যাপগুলির সঙ্গে ক্রেডিট কার্ড রেজিস্টার করে এই সুবিধা পাওয়া যাবে। মনে রাখবেন, ক্রেডিট কার্ডটি অবশ্যই ইউপিআই অ্যাপের সঙ্গে রেজিস্টার হতে হবে।

রুপে ক্রেডিট কার্ড

গ্রাহকদের জন্য ইউপিআই-তে রুপে ক্রেডিট কার্ডগুলি ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করবে। রুপে ক্রেডিট কার্ডগুলি আপনি সহজেই ইউপিআই আইডির সঙ্গে লিঙ্ক করতে পারেন।

কী ভাবে SBI Card-এর রুপে ক্রেডিট কার্ডের সঙ্গে UPI-এর লিঙ্ক করবেন?

প্রথম ধাপ: প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে পছন্দের ইউপিআই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন।

দ্বিতীয় ধাপ: ইউপিআই অ্যাপে নিজের মোবাইল নম্বর যাচাই করুন। এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।

তৃতীয় ধাপ: রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর 'Add Credit Card/ Link Credit Card' বিকল্প নির্বাচন করুন।

চতুর্থ ধাপ: ক্রেডিট কার্ড প্রদানকারীদের তালিকা থেকে "SBI Credit Card" নির্বাচন করুন।

পঞ্চম ধাপ: লিঙ্ক করার জন্য নিজের 'SBI Rupay Credit Card' বেছে নিন।

ষষ্ঠ ধাপ: নিজের ক্রেডিট কার্ডের শেষ ছয় সংখ্যা এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ করুন।

সপ্তম ধাপ: এরপর নিজের ছয় সংখ্যার ইউপিআই পিন ঠিক করুন।

ক্রেডিট কার্ডে UPI-এর মাধ্যমে কীভাবে পয়েন্ট অফ সেল (PoS) পেমেন্ট করবেন?

প্রথম ধাপ: থার্ড-পার্টি অ্যাপে মার্চেন্ট UPI QR কোড স্ক্যান করুন।

দ্বিতীয় ধাপ: কত পরিমাণ অর্থ প্রদান করতে হবে, তা লিখুন।

তৃতীয় ধাপ: ড্রপডাউন থেকে ইউপিআই-এর সঙ্গে লিঙ্ক করা নিজের এসবিআই রুপে ক্রেডিট কার্ড নির্বাচন করুন।

চতুর্থ ধাপ: লেনদেনের অনুমোদনের জন্য নিজের ছয় সংখ্য়ার পিন লিখুন।

ক্রেডিট কার্ডের ইউপিআই ব্যবহার করে কী ভাবে ই-কমার্সে অর্থ প্রদান করবেন?

প্রথম ধাপ: প্রাথমিক ভাবে আপনাকে ক্রেডিট কার্ডের সঙ্গে যুক্ত ইউপিআই অ্যাপ মার্চেন্ট ওয়েবসাইট অথবা অ্যাপে পেমেন্ট মোড হিসাবে বেছে নিতে হবে।

দ্বিতীয় ধাপ: ইউপিআই থাকা অ্যাপে লগ-ইন করুন। অ্যাকাউন্টের তালিকা থেকে রেজিস্টার করা SBI Rupay Credit Card নির্বাচন করুন।

তৃতীয় ধাপ: নিজের ছয় সংখ্য়ার পিন ব্যবহার করতে হবে।

চতুর্থ ধাপ: এবার পেমেন্ট হয়েছে, সেই বিষয়টি নিশ্চিত করা হবে।

পঞ্চম ধাপ: একবার পেমেন্ট হয়ে গেলে, আপনাকে মার্চেন্ট ওয়েবসাইটের পেজে রিডিরেক্ট করা হবে।

You might also like!