Breaking News
 
Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা! Tirumala Tirupati Temple: ধর্মীয় শৃঙ্খলাভঙ্গ নাকি খ্রিস্টধর্মের প্রচার? তিরুপতি মন্দিরের আধিকারিক সাসপেন্ড, উঠছে ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন! Alia Bhatt: পরিকল্পিতভাবে ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ! আলিয়ার কোটি টাকার প্রতারণা কাণ্ডে গ্রেফতার ঘনিষ্ঠ সহকারী SSC Scam: নতুন এসএসসি নিয়োগে আপত্তি, ডিভিশন বেঞ্চে গেলেন চাকরিপ্রার্থী একাংশ

 

Technology

8 months ago

Hero Mavrick 440 : ভারতের বাজারে এসে গেল হিরো মাভেরিক,কালারফুল ডিসপ্লে-সহ যোগ হল একগুচ্ছ নয়া ফিচার্স

Hero Mavrick 440
Hero Mavrick 440

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হিরোর নতুন মডেল হিরো মাভেরিক (Hero Mavrick 440) এবার এসে গেল ভারতের বাজারে। হিরো মাভেরিক ৪৪০। ফিচার্স দেখলে চমকে তো যেতেই হয়, তার উপর আবার এই বাইক দেখতে হুবহু হার্লে ডেভিডসনের মত। হিরোর এই নতুন ফ্ল্যাগশিপ মডেল এবার ভারতের বাজারে পাওয়া যাবে।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাজারে আসে ম্যাভরিক। তখন বাইকে ছিল এলসিডি ডিসপ্লে। নতুন মডেলে সেই ডিসপ্লে সরিয়ে টিএফটি ডিসপ্লে যোগ করল হিরো। এই একই ফিচার রয়েছে হার্লে-ডেভিডসন এক্স৪৪০ বাইকেও। ডিসপ্লে ছাড়া যোগ হয়েছে নতুন আপ সাইড ডাউন (USD) ফ্রন্ট সাসপেনশন এবং থ্রিডি লোগো।

আপডেটেড হিরো ম্যাভরিক নতুন দুটি রংয়ে পাওয়া যাবে - মেটালিক গ্রে এবং ব্ল্যাক। এছাড়া আগের মডেলের থেকে নতুন মডেল ২ কেজি ওজন কমানো হয়েছে। নতুন বাইকের ওজন ১৮৯ কিলোগ্রাম। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতে এই বাইকটি লঞ্চ করবে হিরো মটোকর্প। একাধিক রংয়ের বিকল্প থাকবে সেখানে। আপডেটেড হিরো ম্যাভরিকের ইঞ্জিন ক্যাপাসিটির যদি কথা বলি তাহলে এতে পাবেন ৪৪০ সিসি অয়েল কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সর্বাধিক ২৭ হর্সপাওয়ার এবং ৩৬ এনএম টর্ক তৈরি করতে পারে এই বাইক। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ার। ব্রেকিংয়ের ক্ষেত্রে ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের মতো উন্নত স্পেসিফিকেশন রয়েছে বাইকে। 

অন্যান্য ফিচারের ক্ষেত্রে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ইউএসবি চার্জার এবং এলইডি লাইটিং। বর্তমানে দেশের বাজারে বাইকটির এক্স-শোরুম দাম ১.৯৯ লাখ থেকে ২.২৪ লাখ টাকা। ভারতের সবথেকে সস্তা ৪৪০ সিসির বাইক এটি। তবে আপডেটেড মডেলের দাম একই রাখা হবে নাকি কয়েক হাজার টাকা বেশি মূল্যে বাজারে আসবে সেটাই এখন দেখার। এই মুহূর্তে হিরো ম্যাভরিকের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী যে বাইকগুলি রয়েছে সেগুলি হল - টিভিএস রনিন, রয়্যাল এনফিল্ড গেরিলা, হিমালয়ান, হার্লে-ডেভিডসন এক্স৪৪০, হোন্ডা সিবি৩০০আর ইত্যাদি। তবে এগুলির মধ্যে সবথেকে সস্তা হিরো ম্যাভরিক।


You might also like!