Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Technology

1 year ago

Google Task Mate: নয়া অ্য়াপ লঞ্চ করছে গুগল, প্রচুর টাকা উপায়ের সুযোগ

Google Task Mate
Google Task Mate

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  নতুন একটি অ্য়াপ লঞ্চ করতে চলেছে টেক জায়ান্ট Google। Youtube এর মতো এই অ্য়াপের মাধ্যমেও টাকা রোজগার করা সম্ভব। নতুন অ্য়াপটির নাম দেওয়া হয়েছে গুগল টাস্ক মেট (Google Task Mate)। আপাতত বিটা ভার্সনে রয়েছে অ্য়াপটি।

নয়া এই অ্য়াপটি মূলত গুগল ওপিনিয়ন রিওয়ার্ডস অ্য়াপের মতোই। ওপিনিয়ন রিওয়ার্ডস অ্য়াপে বিভিন্ন সার্ভের জবাব দিতে হয় ব্যবহারকারীদের। তারপরেই নির্দিষ্ট গন্ডি পেরোলেই টাকা ঢুকতে শুরু করে অ্য়াকাউন্টে। ঠিক একই ভাবে নয়া অ্যাপে বেশ কিছু টাস্ক দেওয়া থাকবে। সেগুলি শেষ করলেই জমবে টাকা। সেই টাকা নিজের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ট্রান্সফারও করে নিতে পারবেন ব্যবহারকারীরা।

কী কী কাজ করতে হবে?

এখনও স্পষ্ট করে কোনও ধারণা পাওয়া যায়নি। তবে মূলত ভয়েস ক্লিপ রেকর্ড, দোকানের ছবি তোলা, কোনও লোকেশনের ছবি তোলা ইত্যাদি কাজ করতে হবে।

বর্তমানে এই অ্য়াপটি Google Play Store থেকে ডাউনলোড করা সম্ভব। কিন্তু শুধুমাত্র Invite Only অ্য়াকসেস দেওয়া হচ্ছে। অর্থাৎ ইতিমধ্য়ে কোনও ব্যবহারকারী ইনভাইট করলে তবেই ব্যবহার করতে পারবেন।


You might also like!