Technology

8 months ago

Bengali typing: ভুলে যান অভ্র, মোবাইলে বাংলা টাইপিং এখন জলের মতো সহজ! কীভাবে করবেন?

smartphone
smartphone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিভিন্ন সময় স্মার্টফোনে বাংলা লেখার প্রয়োজন হয়। তার জন্য মোবাইল ব্যবহারকারীরা অভ্র বা বিভিন্ন থার্ড পার্টি অ্য়াপের সাহায্য নেয়। ওই সব অ্য়াপ যে ভরসাযোগ্য তা নিশ্চিতভাবে বলা যায় না। কারণ অনেক সময়ই বিভিন্ন ভাইরাস ঢোকে থার্ড পার্টি অ্য়াপের মাধ্যমে। দ্বিতীয়ত নতুন অ্য়াপ ইনস্টল করলে স্টোরেজও নষ্ট হয়। কিন্তু অনেকেই হয়তো জানেন না অ্যান্ডরয়েড বা iOS এ বাংলা ফন্ট ইনবিল্ড থাকে।

কীভাবে টাইপ করা সম্ভব?

খুব সহজেই আপনার ফোনে বাংলা ভাষা অ্য়াকটিভেট করতে পারেন। অ্যান্ডরয়েড বা iOS-এর সিস্টেম অপশন থেকে চালু করতে পারেন বাংলা কী বোর্ড। ল্যাঙ্গুয়েজ সেটিংসে গিয়ে সেট করুন বাংলা টাইপিং ল্যাঙ্গুয়েজ। তারপরেই মেসেজ হোক বা নোটস যে কোনও অ্য়াপ্লিকেশনে সহজেই টাইপ করতে পারবেন বাংলা।

কোন কোন মডেলে এই সুবিধা মিলবে?

সব মডেলের ফোনেই এই সুবিধা রয়েছে। এমনকি বাংলা এবং ইংরেজি কীবোর্ড একই সঙ্গে ব্যবহার করতে পারবেন। এর জন্য অতিরিক্ত কোনও স্টোরেজ খরচ হয় না। এমনকি কোনও থার্ড পার্টি অ্য়াপও ডাউনলোডের প্রয়োজন হয় না।


You might also like!