Technology

8 months ago

Facebook Blue Tick: নিখরচায় আপনার ফেসবুকে জ্বলজ্বল করবে ব্লু টিক, জেনে নিন সহজ উপায়

Facebook Blue Tick
Facebook Blue Tick

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফেসবুকে নিজের নামের পাশে ব্লু টিক চিহ্ন পেতে চাইলে সব থেকে সহজ অপশন ব্লুটিক সাবস্ক্রিপশন। কিন্তু আপনি যদি সাবস্ক্রাইব না করে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে নিজের নামের পাশে ব্লু টিক দেখতে চান তাহলে জেনে নিন এই সহজ উপায়।

আপনার অ্যাকাউন্ট যদি আসল এবং সক্রিয় থাকে তাহলে সহজে ব্লু টিক পেয়ে যাবেন। তবে, মাথায় রাখতে হবে এক্ষেত্রে অ্যাকাউন্টের নাম, প্রোফাইল পিকচার সঠিক হওয়া প্রয়োজন। একই সঙ্গে ব্যবসা বা কোন নাম স্বীকৃত কোম্পানির সঙ্গেও যুক্ত হতে হবে।

কী ভাবে পাওয়া যাবে ব্লু টিক?

প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টের 'Settings-এ গিয়ে 'About'-এ যান। এবার 'Account Verification'-এ গিয়ে 'Request Verification' অপশনটিতে ক্লিক করুন।

এবার আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে, যেখানে আপনার নাম, ব্যবসা বা প্রতিষ্ঠানের নাম, ওয়েবসাইট, যোগাযোগের তথ্য এবং অন্যান্য বিশদ দিতে হবে। এরপর একটি বৈধ নথি আপলোড করতে হবে। Facebook আপনার আবেদন পর্যালোচনা করে দেখবে। আপনি যোগ্য হলে আপনাকে তারপরেই নামের পাশে ব্লু টিক দেওয়া হবে।


You might also like!