Technology

8 months ago

Whatsapp Payment: ডিলিট করুন Gpay, PhonePe ও Paytm! Whatsapp এর নয়া এই ফিচারে সব কাজ মিটবে

Whatsapp
Whatsapp

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আপনি কি শুধু চ্যাটিং এবং ফাইল ট্রান্সফারের জন্যই Whatsapp ব্যবহার করেন? তাহলে আপনি সম্ভবত সব ফিচার ব্যবহার করছেন না। ইতিমধ্যে Meta-র ওই চ্যাটিং প্ল্যাটফর্মে পেমেন্ট অপশন যুক্ত করা হয়েছে। যার মাধ্যে আপনি যে কোনও UPI ব্যবহারকারীকে টাকা পাঠাতে পারবেন। জেনে নিন এই পেমেন্ট অ্য়াপ ব্যবহার না করে কী কী ভুল করছেন আপনি।

কী কী সুবিধা রয়েছে?

Whatsapp পেমেন্ট ব্যবহার করলে আপনাকে Gpay বা Paytm এর মতো কোনও UPI অ্য়াপ ব্যবহার করার দরকার নেই। ফলে ফোনের স্টোরেজ খরচ হবে কম। এছাড়াও Whatsapp-এর মাধ্যমেই আপনার ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ব্যালান্স দেখার সুবিধা রয়েছে। দ্বিতীয়ত QR কোডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। সেই সুবিধাও রয়েছে Whatsapp পেমেন্ট অপশনে।

কীভাবে এই ফিচার অ্য়াকটিভেট করবেন?

Whatsapp-এর লেটেস্ট ভার্সনেই এই ফিচার অ্যকটিভেট করা হয়েছে। যদি কেউ এই ফিচার না পেয়ে থাকেন তাহলে অতি দ্রুত Whatsapp আপডেট করুন।ব্যাঙ্ক অ্য়াকাউন্ট লিঙসর্বপ্রথম ব্যাঙ্ক অ্য়াকাউন্টের সঙ্গে Whatsapp লিঙ্ক করাবেন। তারপরেই পেমেন্ট করার সুবিধা পাবেন।

You might also like!