Technology

1 hour ago

Nano Banana: এক ক্লিকে বানিয়ে ফেলুন নিজের থ্রিডি ছবি – শিখে নিন ‘Nano Banana’ ট্রেন্ডের পদ্ধতি!

'Nano Banana' trend
'Nano Banana' trend

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টেবিলের ওপর রাখা কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠছে এক ব্যক্তির ছবি, আর ঠিক তার সামনেই রাখা রয়েছে ওই ছবির হুবহু মতো এক থ্রিডি মূর্তি। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই দৃশ্য—তারকা থেকে সাধারণ মানুষ, সবাই মেতে উঠেছেন ‘Nano Banana’ ট্রেন্ডে। কিন্তু কী এই 'Nano Banana'?

দিনভর ব্যস্ততার ফাঁকে অবসর মানেই এখন মোবাইল স্ক্রিনে চোখ রেখে সময় কাটানো। নানা অ্যাপে মজাই খুঁজে পান অনেকেই। আর সেই থেকেই মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে নিত্যনতুন ট্রেন্ড। কিছুদিন আগেই ‘ঘিবলি’ স্টাইলের ছবি ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায়, আর এবার নজর কাড়ছে নতুন ট্রেন্ড—‘Nano Banana’। গুগলের জেমিনি AI ব্যবহার করে মুহূর্তেই তৈরি হচ্ছে থ্রিডি ছবি, আর তা ছড়িয়ে পড়ছে নেটদুনিয়ায় ঝড়ের গতিতে।

চলুন জেনে নিন কীভাবে বানাবেন এই ছবি-

১. প্রথমেই গুগল জেমিনি অ্যাপ খুলুন।

২. যে ছবিটি দিয়ে থ্রিডি ছবি বানাতে চান, সেটি আপলোড করুন।

৩. লিখুন কী ধরবেন ছবি চাইছেন। লিখতে পারেন, (“Create a 1/7 scale commercialized figurine of the characters in the picture, in a realistic style, in a real environment. The figurine is placed on a computer desk.”)

৪. ব্যাস, সাবমিট করে দিলেই কেল্লাফতে। কয়েকমুহূর্তেই পেয়ে যাবেন ছবি।

You might also like!