Technology

6 months ago

Charging Point Scam: ইউএসবি চার্জার স্ক্যাম, কীভাবে সুরক্ষিত থাকবেন, জেনে নিন

Charging Point Scam
Charging Point Scam

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফোনে চার্জ নেই। পাওয়ারব্যাঙ্ক না থাকায়, বিপদে পড়েন অনেকেই। তখন একমাত্র ভরসা হয়ে যায় রেলস্টেশন, বিমানবন্দর, হোটেলের চার্জিং পয়েন্ট। কিন্তু এই ধরনের চার্জিং পয়েন্ট ব্যবহার করলে বড়সড় বিপদের সম্মুখীন হতে পারে আপনাকে।

কী এই ইউএসবি চার্জার স্ক্যাম!

সম্প্রতি এই ইউএসবি চার্জার স্ক্যাম নিয়ে সতর্কবার্তা দিয়েছে কেন্দ্র। জানানো হয়েছে সাইবার অপরাধীরা পাবলিক প্লেসে এই চার্জিং পয়েন্টের মাধ্যমে তথ্য হাতাচ্ছেন।

জুস জ্যাকিং

পাবলিক প্লেসে চার্জিং পয়েন্ট লাগানো ফোন থেকে সাইবার অপরাধীরা এই পদ্ধতির মাধ্যমে মোবাইলে মালওয়্যার ইনস্টল করে। এরপর ব্যবহারকারীর সব তথ্য হাতিয়ে নেওয়া হয়।

কীভাবে সুরক্ষিত থাকবেন

এর থেকে সুরক্ষিত থাকতে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করতে পারেন। নিজের চার্জিং কেবিলও সঙ্গে রাখতে পারেন।নিজের ডিভাইস লক করে রাখুন। কোনও অজানা ডিভাইসের সঙ্গে ব্লুটুথ 'পেয়ার' করবেন না।

পাবলিক প্লেসে চার্জ দেওয়ার সময় ফোনের সুইচ অফ রাখার চেষ্টা করুন। আপনার সঙ্গে কোনও সাইবার প্রতারণা হলে 1930 টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন।

You might also like!