Technology

5 months ago

Sony Launch Wearable Ac: চলে এল সোনির পকেট এসি, বিশেষত্ব কী?

Sony Launch Wearable Ac
Sony Launch Wearable Ac

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই প্রচন্ড গরম থেকে বাঁচাতে চলে এল সোনির দারুণ পকেট সাইজ এসি। তবে পকেটে রাখতে হবে না। আবার এটি কোনও TWS ইয়ারবাডও না। জামার পিছনে ঘাড়ে লাগিয়ে দিলেই ঠান্ডা বাতাস পাওয়া শুরু হবে। এই ছোট্ট এয়ার কন্ডিশনারের নাম সোনি রিয়ন পকেট 5 যা পরিধানযোগ্য ফ্যানের অন্যতম বিকল্প। এবং এটির কার্যকারীতা অনেক বেশি বলে দাবি করেছে সংস্থা।

সোনি পকেট এসির সুবিধা ও ফিচার্স

জামার পিছনদিকে এটি লাগাতে হবে। সম্পূর্ণ ক্লাইমেট কন্ট্রোল ফিচার রয়েছে এতে। বেশ কয়েকটি সেন্সর দেওয়া হয়েছে - তাপমাত্রা, আর্দ্রতা, এবং মোশন। যাতে সর্বোচ্চ আরাম দেওয়া যায়। উল্লেখযোগ্য বিষয় হল, এটি কুলিং ও হিটিং দুই করতে পারে। অর্থাৎ গরমকালের পাশাপাশি শীতকালেও ব্যবহার করা যাবে।

অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ফোনের সাপোর্ট করে

এই পকেট এসিতে 5টি কুলিং লেভেল রয়েছে। ইউজার তার ইচ্ছা মতো কুলিং লেভেল সেট করে রাখতে পারেন। রিওন পকেট ট্যাগও সাপোর্ট করে এই ডিভাইসের সঙ্গে যা রিমোট সেন্সর হিসাবে কাজ করে। যা আপনার চাহিদা অনুযায়ী কুলিং দিতে থাকবে। এই ডিভাইসের জন্য একটি রিওন নামের অ্যাপও এনেছে সংস্থা। যা আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই ফোনেই সাপোর্ট করে।

ব্লুটুথের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এই পকেট এসি, বেশ কয়েকটি কন্ট্রোল বাটন রয়েছে যা দিয়ে তাপমাত্রা কমাতে ও বাড়ানো যাবে। এছাড়াও রয়েছে একটি স্টার্ট/স্টপ বাটন যা দিয়ে ইচ্ছা মতো এসি অন/অফ করা যাবে। সোনি রিওন পকেট এসির সুবিধা হল এটি যখনই ঘাড়ে অ্যাটাচ করবেন, তখনই এটির কুলিং বা হিটিং সুরু হয়ে যাবে। অর্থাৎ ম্যানুয়ালি কিছু করতে হবে না।

এর আগে এই ডিভাইসের 4টি সংস্করণ লঞ্চ করেছে। এটি পঞ্চম সংস্করণ। আসল মডেলটি লঞ্চ হয়েছিল 2019 সালে। নতুন যে পকেট এসি লঞ্চ হয়েছে তা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। যদিও বর্তমানে এটি নির্দিষ্ট কয়েকটি দেশেই উপলব্ধ রয়েছে।

তীব্র গরমে এসির চাহিদা হু হু করে বাড়ছে সর্বত্র। ভারতেও একাধিক রাজ্যে গরমের দাবদাহ বজায় রয়েছে। এই পরিস্থিতিতে এমন পকেট এসি স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে মানুষের। লঞ্চ হতেই মানুষের ঢল নেমেছে সাইটগুলোতে। তবে ভারতে কবে থেকে এটি পাওয়া যাবে তা এখনও জানায়নি সংস্থা।

You might also like!