Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Technology

2 weeks ago

Tech Tips: সস্তার লোভে সেকেন্ড হ্যান্ড ফোন কিনছেন? অজান্তেই জড়াতে পারেন আইনি সমস্যায়

Second-Hand Android Phone Buying Guide
Second-Hand Android Phone Buying Guide

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সব সময় নতুন স্মার্টফোন কেনা সবার পক্ষে সম্ভব হয় না। বিশেষ করে বাজারে যখন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম আকাশছোঁয়া, তখন অনেকেই ঝুঁকছেন সেকেন্ড হ্যান্ড বা পূর্বে ব্যবহৃত ফোন কেনার দিকে। অনলাইন মার্কেটপ্লেস হোক বা অফলাইন দোকান—কম দামে নামী ব্র্যান্ডের ফোন পাওয়ার সুযোগ এখন হাতের নাগালে। তবে এই সস্তার সুযোগ নিতে গিয়ে সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড়সড় আইনি ঝামেলা।

* সবচেয়ে আগে ফোনটির আইনি পরিচয় দেখে রাখা তাই দরকার। ভারতে প্রতিটি মোবাইলের রয়েছে আলাদা আলাদা আইইএমআই। আর এটার থেকেই জানতে পারা যায় ফোনটা চুরি হওয়া ফোন কিনা। যদি সত্যিই ফোনটা চুরি যাওয়া ফোন হয়, তাহলে আপনার বাড়ির দরজা খটখট করতেই পারে পুলিশ।

* সরকার ও টেলিকম রেগুলেটরের গাইডলাইন অনুযায়ী, চুরি যাওয়া কিংবা ব্ল্যাকলিস্টেড IMEI-এর ফোনের নেটওয়ার্কও ব্লক হয়ে যেতে পারে! তাই সবচেয়ে আগে আইইএমআই নম্বরটি CEIR পোর্টালের মাধ্যমে যাচাই করে নিন। যদি দেখে নেন কোনওরকম গোলমাল রয়েছে, সবচেয়ে আগে ফোনটি কেনার পরিকল্পনা ত্যাগ করুন।

* পাশাপাশি অবশ্যই দেখে নিন ফোনটির ‘চেহারা’। অর্থাৎ স্ক্রিনে হালকা আঁচড় বা অন্য কোনওরকম সমস্যা আছে কিনা। বাটনগুলি দেখে নিন। ক্যামেরা লেন্স, স্পিকার গ্রিল ইত্যাদি সব খুঁটিয়ে দেখুন। নইলে সস্তায় ফোন পাওয়ার আনন্দ নিরানন্দ হতে সময় লাগবে না।

* খতিয়ে দেখুন ব্যাটারি হেলথ। ফোন জলদি গরম হয়ে যাচ্ছে কিনা কিংবা চার্জ চোখের নিমেষে কমে যাচ্ছে? এই ফোনের ব্যাটারি কিন্তু আপনাকে ভোগাবে! কোনও কোনও ফোনেই ব্যাটারি হেলথ চেক করার উপায় থাকে। অন্যথায় সার্ভিস সেন্টার বা কোনও থার্ড পার্টি অ্যাপের সাহায্যেও তা দেখে নেওয়া যায়। এছাড়া মাথায় রাখবেন আরও একটি বিষয়। খুব বেশি সস্তায় পাচ্ছেন বলে আহ্লাদে আটখানা হবেননা।হৃদয়ের থেকে মস্তিষ্ককে বেশি গুরুত্ব দিন। অন্তত স্মার্টফোন কেনার ক্ষেত্রে।

You might also like!