Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Technology

3 weeks ago

Jio: নতুন বছরের আগে গ্রাহকদের জন্য অম্বানির Jio-র অগ্রিম উপহার, আসছে তিনটি ‘হ্যাপি নিউ ইয়ার’ প্ল্যান

Reliance Jio Launches Happy New Year 2026 Prepaid Plan
Reliance Jio Launches Happy New Year 2026 Prepaid Plan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতায় চোখ রাখলেই স্পষ্ট—আর মাত্র হাতেগোনা কয়েকদিন। সময়ের নিয়ম মেনে শেষের পথে আরও একটি বছর, সামনে নতুন বছরের আগমন। আর এই আনন্দের মুহূর্তকে আরও বিশেষ করে তুলতেই গ্রাহকদের জন্য অগ্রিম উপহার নিয়ে হাজির হলো মুকেশ অম্বানির টেলিকম সংস্থা Jio। সংস্থা সূত্রে খবর, নতুন বছর উপলক্ষে Jio তিনটি বিশেষ ‘হ্যাপি নিউ ইয়ার’ প্ল্যান চালু করতে চলেছে। এই প্ল্যানগুলি মূলত প্রিপেড গ্রাহকদের জন্য আনা হচ্ছে। উৎসবের মরশুমে যেমন নানা বিশেষ অফার দেখা যায়, ঠিক তেমনই বছরের শেষ লগ্নে গ্রাহকদের আরও বেশি সুবিধা দিতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

১. Hero Annual Recharge: সংস্থা সূত্রে জানা গিয়েছে, বার্ষিক এই রিচার্জ প্ল্যানের খরচ ৩৫৯৯ টাকা। এতে পাবেন আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি করে মেসেজ ও দৈনিক ২.৫ জিবি ডেটা। তবে এখানেই শেষ নয়। নতুন বছরের উপহার হিসেবে পাবেন বিনামূল্যে ১৮ মাসের জন্য জেমিনি প্রো ব্যবহারের সুবিধা। অর্থাৎ ৩৫, ১০০ টাকা খরচ না করেই ব্যবহার করতে পারবেন জেমিনি প্রো। পাবেন ২ টিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজও।

২. Super Celebration Monthly Plan: মাসিক এই রিচার্জ প্ল্যানের খরচ ৫০০ টাকা। এতে প্রতিদিন ২ জিবি করে হাই স্পিড ডেটা, আনলিমিটেড কলের পাশাপাশি পাবেন দিনে ১০০টি করে মেসেজ। এখানেই শেষ নয়, বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন ইউটিউব প্রিমিয়াম, JioHotstar, আমাজন প্রাইম, সোনি LIV, ZEE5, Hoichoi-সহ বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম। থাকছে বিনামূল্যে ১৮ মাসের জন্য জেমিনি প্রো ব্যবহারের সুবিধা।


৩. Jio Flexi Pack: ২৮ দিনের এই প্ল্যানের খরচ মাত্র ১০৩ টাকা। এতে পাবেন মোট ৫ জিবি ডেটা। এছাড়া বিনোদনের সুযোগও রয়েছে এতে। সেক্ষেত্রে ৩টি অপশন দেবে সংস্থা, তার মধ্যে বেছে নিতে হবে একটি। সেগুলি হল – JioHotstar, Zee5 ও SonyLiv/ JioHotstar, SunNXT, Kancha Lanka ও Hoichoi/ JioHotstar, FanCode, Lionsgate ও Discovery+

You might also like!