Technology

5 months ago

Bajaj Freedom 125 :বিশ্বের প্রথম CNG বাইক বাজারে আনল বাজাজ, দাম মাত্র 95 হাজার টাকা

Bajaj Freedom 125
Bajaj Freedom 125

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অবশেষে লঞ্চ হয়ে গেল ভারত তথা বিশ্বের প্রথম সিএনজি বাইক। শুক্রবার নতুন মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরাল বাজাজ। বাইকের নাম রাখা হয়েছে ফ্রিডম 125। দাম শুরু হয়েছে 95,000 টাকা থেকে। বাইকের সিটের নীচে রয়েছে সিএনজি সিলিন্ডার। এতে ফুয়েল ট্যাংকও পাওয়া যাবে। ফিচার্স রয়েছে ঠাসা। এদিন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির হাত দিয়ে উদ্বোধন হল প্রথম সিএনজি মোটরসাইকেল।

কী আছে বাজাজের 'ফ্রিডম' বাইকে:

বাজাজের এই নতুন সিএনজি বাইক তিনটি রঙে পাওয়া যাবে ৷ নতুন এই বাইক পেট্রলের পাশাপাশি সিএনজি'তেও চলবে ৷ দু’লিটারের পেট্রল ট্যাঙ্ক ও সিএনজি'র ক্যাপাসিটি 2 কেজি ৷ বাইকের জ্বালানি ট্যাঙ্ক একবার ভর্তি করলে তা 204 কিলোমিটার পর্যন্ত চলবে ৷ বাজাজের পক্ষ থেকে দাবি করা হয়েছে একবার সিএনজি বা পেট্রলের সম্পূর্ণ ট্যাংক ভর্তি করলে বাইকটি 330 কিলোমিটার মাইলেজ দেবে ৷ দু’ধরনের জ্বালানি ব্যবহার করা গেলেও বাইকের জ্বালানি ট্যাংক একটি ৷

বাজাজের 'ফ্রিডম' বাইকটির দাম 95 হাজার থেকে 1 লক্ষ 10 হাজারের মধ্যে ৷ এই বাইকটি আপাতত কিনতে চাইলে এখনই বুকিং করতে পারেন ৷ তবে এই বাইকের বিক্রি আপাতত কেবল গুজরাত ও মহারাষ্ট্রে শুরু হয়েছে ৷

বাজাজের 'ফ্রিডম 125' বাইকটিতে 125 সিসি পেট্রল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ৷ পাশাপাশি ব্যবহার করা হয়েছে 9.7 টর্ক জেনারেটর ৷ বর্তমানে বাইকটি 3টি রঙে পাওয়া গেলেও শীঘ্রই আরও নতুন নতুন রঙে মিলবে ৷ বাজাজ অটো'র তরফে জানানো হয়েছে শীঘ্রই ক্যারিবিয়ান ব্লু, ইবনি ব্ল্যাক, পিউটার গ্রে ব্ল্যাক, রেসিং রেড, সাইবার হোয়াইট, পেউটার গ্রে ইউলো, ইবনি ব্ল্যাক রেড রঙে পাওয়া যাবে এই নতুন বাইক ৷

বাজাজের তরফে আরও থেকে জানানো হয়েছে, বাইকের এই নতুন রেঞ্জটি যে যাতায়াত আরও সহজ করবে তা বলার অপেক্ষা রাখে না ৷ সংস্থার ইঞ্জিনিয়াররাই তৈরি করেছেন এই ফ্রিডম বাইক ৷ এই বাইকে সিএনজি ট্য়াংক সেট করার বিষয়টি বেশ চ্যালেঞ্জিং ছিল বলেও জানানো হয়েছে ৷ তবে বাইকের এই ডিজাইনটির প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি ৷

You might also like!