Technology

6 months ago

Airtel Tariff Hike: দুঃসংবাদ এয়ারটেল গ্রাহকদের জন্য! 40 টাকা বাড়ল রিচার্জ প্ল্যানের দাম

Airtel Recharge (File Picture)
Airtel Recharge (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি এয়ারটেল সম্প্রতি দুটি রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশে 37 কোটি গ্রাহক রয়েছে এয়ারটেলের। গত কয়েক মাসে বহু মানুষ অন্যান্য কোম্পানি থেকে পোর্ট করিয়ে এয়ারটেলের সিমকার্ড নিয়েছেন। দেশজুড়ে আনলিমিটেড 5G পরিষেবাও শুরু করেছে তারা।

গত বছরই রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন কোম্পানির সিইও। ইউজার পিছু গড় আয় (ARPU) বাড়ানোর লক্ষ্যে নানা পরিকল্পনা নিতে শুরু করেছে টেলিকম কোম্পানি। এদিন তারই প্রভাব পড়ল দুটি মোবাইল রিচার্জ প্ল্যানে। এক ধাক্কায় খরচ বাড়ল 40 টাকা। অন্যান্য কোম্পানিগুলিও 4G প্ল্যানগুলির উপর শীঘ্রই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে বলে সূত্রের খবর।

এয়ারটেলের দুটি রিচার্জ প্ল্যান 118 টাকা এবং 289 টাকা প্ল্যানের দাম বাড়ানো হয়েছে। 118 টাকার প্ল্যানে 11 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। বর্তমান দাম 129 টাকা। এবং 289 টাকার প্ল্যানে 40 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে 40 টাকা। বর্তমান দাম 329 টাকা। একটি প্ল্যান এয়ারটেলের 4G ডেটা ভাউচার, আর একটি বেসিক প্ল্যান। এয়ারটেল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে ইতিমধ্যে নতুন দাম আপডেট করেছে কোম্পানি।

এই প্ল্যানে 12GB ডেটা পাওয়া যায়। যার দাম 11 টাকা বাড়ানো হয়েছে। আগে ছিল 118, এখন 129 টাকা। স্মার্টফোনে অ্যাক্টিভ প্ল্যান থাকলে অতিরিক্ত ডেটার জন্য এই রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল। এখানে কোনও দৈনিক ডেটা পাবেন না। যতদিন বেসিক মোবাইল রিচার্জ প্ল্যানের মেয়াদ থাকবে ততদিন 12GB ডেটা পাওয়া যাবে।

এয়ারটেলের 329 টাকার রিচার্জ প্ল্যানের দাম আগে ছিল 289 টাকা। 40 টাকা দাম বাড়লেও সুবিধা রয়েছে একই। এই প্ল্যানের ভ্যালিডিটি 35 দিন। এখানে ডেটার পাশাপাশি অন্যান্য সুবিধাও পাওয়া যাবে। মোট 4GB ডেটা পাবেন, সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এবং 300টি SMS।

এই রিচার্জ করলে ফ্রি এয়ারটেল থ্যাংকস সুবিধাও পাবেন। যেমন Apollo 24×7 সাবস্ক্রিপশন, ফ্রি হ্যালো টিউন এবং ফ্রি wynk মিউজিক। এই প্ল্যানের প্রতিদিনের খরচ বেড়েছে 8.25 টাকা থেকে 9.4 টাকা। তবে এই রিচার্জ প্ল্যানে খুব বেশি ডেটা পাওয়া যাবে না। যারা অল্প ডেটার সঙ্গে আনলিমিটেড কলিং এবং SMS পরিষেবা নিতে ইচ্ছুক তারা এই প্ল্যান রিচার্জ করতে পারেন।

You might also like!