Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Technology

2 months ago

Airtel NCR:ঘণ্টার পর ঘণ্টা কল পরিষেবা বিঘ্নিত, এনসিআর-এ এয়ারটেল গ্রাহকদের ভোগান্তি

Airtel call services down
Airtel call services down

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :সোমবার বিকেল ৩:৩০টা থেকে দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে ভারতী এয়ারটেলের পরিষেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দেয়, ফলে গ্রাহকরা কল করা বা রিসিভ করতে ব্যর্থ হন। প্রায় সাড়ে সাতটার দিকে ধীরে ধীরে সমস্যার সমাধান শুরু হয়।

বিকেল পাঁচটার দিকে এয়ারটেলের এক মুখপাত্র জানিয়েছিলেন, “দিল্লি-এনসিআর অঞ্চলের আমাদের গ্রাহকরা গত এক ঘণ্টা ধরে ভয়েস কলিং সমস্যার মুখোমুখি হচ্ছেন। তবে সমস্যার বড় অংশ ইতিমধ্যেই সমাধান হয়েছে এবং প্রকৌশলীরা বাকি জটিলতাও দ্রুত ঠিক করার চেষ্টা করছেন। এ কারণে গ্রাহকদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

চলতি বছরে এটি এয়ারটেল ব্যবহারকারীদের ওপর দ্বিতীয় বড় ধরনের প্রভাব। এর আগে ১৬ মে তামিলনাড়ু ও কেরালায় পরিষেবা বিপর্যস্ত হয়েছিল। সে সময় কোম্পানি জানিয়েছিল, নেটওয়ার্কের একটি “নোড” ব্যর্থ হওয়ায় ওই বিভ্রাট ঘটে, যা কয়েক ঘণ্টার মধ্যেই সমাধান করা হয়।
এটি চলতি বছরে এনসিআর-এ টেলিকম প্রোভাইডার স্তরে দ্বিতীয় বড় বিভ্রাট। এর আগে ১৮ এপ্রিল রাতের পর প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে পরিষেবা অচল ছিল। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-এর জুন মাসের তথ্য অনুযায়ী, শুধু দিল্লি সার্কেলেই এয়ারটেলের গ্রাহক সংখ্যা ১.৯ কোটির বেশি। 

You might also like!