Odisha

2 hours ago

Mohan Charan Majhi: ওড়িশা এখন বিশ্বের জন্য আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত : মোহন চরণ মাঝি

Mohan Charan Majhi
Mohan Charan Majhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ওড়িশা এখন বিশ্বের জন্য আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত। ১৮-তম প্রবাসী ভারতীয় দিবস ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে এই মন্তব্য করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি বলেছেন, "বিশ্ব এখন ওড়িশায় সীমাহীন সুযোগ দেখছে। প্রবাসী ভারতীয়দের কাছে আমাদের দেশের পাশাপাশি ওড়িশার সামগ্রিক অগ্রগতি ও সমৃদ্ধির অংশ হওয়ার জন্য আমি আন্তরিক আবেদন জানাই।"

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আরও বলেছেন, "অনেকের কাছে ওড়িশায় এটি আপনাদের প্রথম অভিজ্ঞতা হতে পারে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ- অনুগ্রহ করে আসতে থাকুন। ওড়িশা আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত। অনুগ্রহ করে আপনারা অন্তত পাঁচজনের কাছে অনুরোধ করুন। এখানে আসুন এবং অফুরন্ত ভালবাসা এবং মাতৃত্বের স্পন্দন অনুভব করুন।"

You might also like!