দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ওড়িশা এখন বিশ্বের জন্য আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত। ১৮-তম প্রবাসী ভারতীয় দিবস ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে এই মন্তব্য করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি বলেছেন, "বিশ্ব এখন ওড়িশায় সীমাহীন সুযোগ দেখছে। প্রবাসী ভারতীয়দের কাছে আমাদের দেশের পাশাপাশি ওড়িশার সামগ্রিক অগ্রগতি ও সমৃদ্ধির অংশ হওয়ার জন্য আমি আন্তরিক আবেদন জানাই।"
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আরও বলেছেন, "অনেকের কাছে ওড়িশায় এটি আপনাদের প্রথম অভিজ্ঞতা হতে পারে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ- অনুগ্রহ করে আসতে থাকুন। ওড়িশা আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত। অনুগ্রহ করে আপনারা অন্তত পাঁচজনের কাছে অনুরোধ করুন। এখানে আসুন এবং অফুরন্ত ভালবাসা এবং মাতৃত্বের স্পন্দন অনুভব করুন।"