Odisha

1 year ago

Black cheetah: বন দপ্তরে খুশির জোয়ার!দেখা মিলল অতি বিরল কালো চিতার

Black cheetah (Collected)
Black cheetah (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘন কৃষ্ণ রঙের চিতা যেমন সুন্দর , তেমনই ভয়ংকর!কিন্তু এই বিশেষ বর্ণের প্রাণী অত্যন্ত বিরল। মাঝে একটা সময় সন্দেহ দানা বেঁধেছিল, আদৌ কি কালো চিতাবাঘ আর এই পৃথিবীতে রয়েছে? 

এবার সেই অতি বিরল কালো চিতাবাঘের দেখা মিলল বাংলার প্রতিবেশী রাজ্য ওড়িশায় । বাঘসুমারি চলছে সেখানে। আর সেই সময়ই ক্যামেরায় ধরা পড়ল এই বিরল প্রাণীটি। স্বাভাবিক ভাবেই বন দপ্তরে খুশির জোয়ার। 

বন দপ্তরের আধিকারিক বন্যপ্রাণ সংরক্ষক সুশান্ত নন্দ নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন চিতাবাঘটির ছবি। কিন্তু নিরাপত্তার কারণেই কোন জঙ্গলে চিতাবাঘটিকে দেখা গিয়েছে তা জানাননি তিনি। গত অক্টোবর থেকে বাঘসুমারি শুরু করেছে ওড়িশা সরকার। এর আগে ময়ূরভঞ্জের সিমলিপাল ন্যাশনাল পার্কে দেখা গিয়েছিল কালো বাঘ।আরো একবার এই বিরল পানীর দেখা মিললো সে রাজ্যে। 

You might also like!