Odisha

3 weeks ago

Himachal Governor:পুরী সফরে হিমাচলের রাজ্যপাল, প্রভু জগন্নাথের দর্শন করলেন শিবপ্রতাপ শুক্লা

Himachal Governor
Himachal Governor

 

পুরী, ২৭ নভেম্বর : পুরী সফরে এসে প্রভু জগন্নাথের দর্শন করলেন হিমাচল প্রদেশের রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা। হিমাচল প্রদেশের রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা বুধবার সকালে পুরীর ভগবান জগন্নাথ মন্দিরে আসেন। যথোচিত ধর্মীয় মর্যাদায় প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শন ও পুজো করেছেন তিনি।পরে হিমাচলের রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লা বলেছেন, "ভগবান জগন্নাথ দেবের দর্শন ছিল সত্যিই অসাধারণ। আমি বিশ্বাস করি, এই প্রথমবার ভগবান জগন্নাথ আমাকে আমার পরিবারের সঙ্গে এখানে ডেকেছেন। এর আগেও দু'বার এসেছিলাম, কিন্তু এবার মনে হচ্ছে ভগবান আমাকে ডেকেছেন। ওডিশার সমৃদ্ধি এবং সমগ্র দেশের উন্নতির জন্য আমি ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করেছি। আমি জানি, এই সমস্ত প্রচেষ্টা অবশ্যই তাঁর কৃপায় পূর্ণ হবে।"

You might also like!