Odisha

11 months ago

Chilika Lake : নৌকাবিহারেই বিপর্যয়!চিল্কায় ঘুরতে ঘুরতে পথ হারালেন মন্ত্রী

Parshottam Rupala (File picture)
Parshottam Rupala (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পারষোত্তম রূপালা কেন্দ্রীয় মৎস্য ও পশুপালনমন্ত্রী, ওড়িশার চিল্কা হ্রদে রবিবার বিকেলে নৌকায় চেপে সেখানে গিয়েছিলেন তাঁর সঙ্গে ছিলেন বিজেপির  জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ও গেরুয়া শিবিরের কয়েকজন নেতা। কথা ছিল, বারকুল থেকে শতপদ পর্যন্ত নৌকায় চেপেই পাড়ি দেবেন তাঁরা। সাগর পরিক্রমা প্রকল্পে মৎস্যজীবীদের সঙ্গে আলাপ করতেই জলপথে যাত্রার পরিকল্পনা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

কিন্তু মাঝপথেই বিপত্তি। লেকের মধ্যে আচমকাই পথ হারিয়ে ফেলল মন্ত্রীর বোট। প্রথমে সকলে ভেবেছিলেন হয়তো মাছ ধরার জালে নৌকা আটকে গিয়ে বিপত্তি। কিন্তু পরে জানা যায়, অন্ধকার হয়ে যাওয়ার ফলে পথ হারিয়ে ফেলেছিলেন বোটের চালক। মন্ত্রী জানান, “আসলে বোটের চালক একেবারেই নতুন। আগে সেভাবে এই পথে নৌকা চালাননি। তাই অন্ধকার হয়ে যাওয়ার পরে রাস্তা হারিয়ে ফেললেন তিনি।”

প্রায় দুঘণ্টা আটকে থাকার পরে শতপদ থেকে একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয় কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করতে। রাত সাড়ে দশটা নাগাদ শতপদে পৌঁছন রুপালা। সেখানে যা কিছু কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা ছিল, সবগুলোই বাতিল করে দেওয়া হয়।


You might also like!