দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃহলুদ-বাদামি ডোরাকাটা দাগ। বাঘ মানে চোখে ভেসে ওঠে এমনই চেনা ছবি। ওড়িশার সিমলিমাল জঙ্গলের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল কালো বাঘ। কিন্তু হঠাতই , কালো বাঘের ছবি দেখে নেটপাড়ায় হইচই-য়ের জোগাড়। ওড়িশার (Odisha) সিমলিপাল জঙ্গলের ট্র্যাপ ক্যামেরায় সম্প্রতি এমনই এক বাঘ ধরা পড়ে, যার পিঠে যেন কালো রঙ ঢালা।
আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান, এই চমকে যাওয়ার মতো ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। হলদে-কালো ডোরাকাটা এই অদ্ভুতদর্শন বাঘ নিয়ে এই মুহূর্তে হইচই শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।