Odisha

5 months ago

Odisha: রথের ভিড় সামলাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, উদ্যোগ ওডিশা প্রশাসনের

Artificial intelligence will manage the rush of chariots, an initiative of the Odisha administration
Artificial intelligence will manage the rush of chariots, an initiative of the Odisha administration

 

পুরী, ৭ জুলাই : রবিবার পবিত্র রথযাত্রা উপলক্ষ্যে ভক্ত সমাগমে ভরে উঠেছে পুরী। এদিন সকাল থেকেই পুরীতে ভক্তদের ঢল। সারা দেশ থেকে, এমনকী বিদেশ থেকেও ভক্ত ও উৎসাহীরা ভিড় জমান এখানে। ভক্তদের ভিড় সামাল দিতে নয়া উদ্যোগ নিয়েছে ওডিশা পুলিশ-প্রশাসন৷ পুলিশ কর্মীদের পাশাপাশি এই প্রথম রথযাত্রায় ট্রাফিক নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই৷

ওডিশা পুলিশের অ্যাডিশনাল ডিজি দয়াল গাঙ্গওয়ার বলেন, গোটা এলাকায় ৪০টি সিসিটিভি পয়েন্ট রয়েছে৷ নিরাপত্তার খাতিরে প্রতিটি পয়েন্টে একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে৷ এই সমস্ত ক্যামেরার সঙ্গে এআই প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেইসঙ্গে তিনি আরও জানান, সিসিটিভি ক্যামেরা পৌঁছবে না এমন স্থানে এবং জনবহুল স্থানগুলিতে নজর রাখার জন্য ড্রোনের ব্যবহার করা হবে ৷ সঙ্গে বিশাল সংখ্যক পুলিশ কর্মীও মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিজি ৷

You might also like!