Livelihood message

11 months ago

RRB ALP Recruitment 2024: মাধ্যমিক পাসে ভারতীয় রেলে চাকরি, বেতন প্রায় ২০ হাজার টাকা

RRB ALP Recruitment 2024
RRB ALP Recruitment 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চাকরির সুযোগ এবার ভারতীয় রেলে। মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন প্রার্থীরা।

পদের নাম

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট

শূন্য পদ

৫৬৯৬ টি

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক পাশ প্রার্থীদের NCVT এবং SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেনটেনেন্স মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক সমন্ধিত ট্রেডগুলির যে কোনও একটিতে পূর্ণ সময়ের ডিগ্রি থাকতে হবে।

বয়স সীমা

প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

মাসিক বেতন

এই পদের প্রাথমিক বেতন ১৯ হাজার ৯০০ টাকা।

আবেদন পদ্ধতি

সম্পূর্ণ অনলাইনে www.recruitmentrrb.in ওয়েবসাইটে আবেদন করতে হবে।

আবেদন ফি

সাধারণ এবং ওবিসি প্রার্থীদের ৫০০ টাকা। বাকি প্রার্থীদের ২৫০ টাকা ফি ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ

১৯ ফেব্রুয়ারি ২০২৪।

You might also like!