Livelihood message

1 year ago

Lotus Agriculture:বাড়ির উঠানে তৈরি হচ্ছে পদ্ম ফুল

Lotus Agriculture
Lotus Agriculture

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  দুর্গা পুজোতে পদ্মফুলের ব্যাপক চাহিদা। সেই পদ্মফুলের চাহিদা গ্রামের ও রেল পরের নানা জলাশয়। এবার নতুন পদ্ধতিতে চাষ হচ্ছে পদ্মের।দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। দেবী আরাধনার অন্যতম পদ্ম ফুল। এই সময় পুকুর বা দিঘী থেকে পদ্মফুল তুলতে বহু বিপাকে পড়তে হয় চাষিদের। অনেক সময় পুকুর থেকে পদ্ম ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয় অনেক চাষির। তবে এবার এইসবের দিন শেষ। বাড়ির উঠোনে গামলাতেই চাষ করতে পারেন পদ্ম ফুলের। বাড়িতে মাঝারি থেকে বড় আকারের গামলাতেই পদ্ম চাষ করা সম্ভব। এক নজরে জেনে নেওয়া যাক, কীভাবে বাড়িতে পদ্মফুল ফোটাবেন।

পদ্ম গাছ দু’টি উপায়ে জন্মায়। প্রথমত পদ্মের বীজ থেকে চারা তৈরি। দ্বিতীয়ত কন্দ থেকে পদ্ম গাছ তৈরি। পদ্ম চাষি গোবিন্দ সাহার কাছে জানা যায়, কীভাবে কন্দ থেকে পদ্ম চাষ করতে হয়। পদ্মের কন্দ রোপণের আদর্শ সময় মার্চ থেকে এপ্রিল মাস। কন্দ লাগানোর পর পাত্রটি রোদে রাখতে হবে। পদ্মগুলি দিনে ৫ থেকে ৬ ঘণ্টা সূর্যালোকে রাখতে হবে। তবে বাড়িতে পদ্মফুল চাষ করার জন্য সঠিক পাত্র নির্বাচন করা উচিত। কমপক্ষে ১০ থেকে ২০ ইঞ্চি গভীর এবং ১৮ থেকে ২৫ ইঞ্চি ব্যাসের পাত্র নিতে হবে। যে পাত্রে পদ্মের চারা লাগানো হবে সেখানে বাগানের মাটি বা পুকুরের ময়লা দিয়ে পাত্রটি পূরণ করতে হবে।

এছাড়াও গোবর সার, পাতা পচা সার, ইউরিয়া, পটাশ এবং ফসফেট মিশিয়ে মাটি প্রস্তুত করতে হবে। মাটি তৈরির সময় খেয়াল রাখতে হবে, পুরো টব ভরাট করে মাটি দেওয়া যাবে না। একটি গর্ত প্রায় ২০-৩০ সেন্টিমিটার নীচে রাখতে হবে যেখানে জল থাকবে, ফলন ভাল। কন্দ রোপণের আগে মাটিতে জৈব সার মেশাতে ভুলবেন না। এর পর কন্দগুলো মাটির উপরে পুঁতে দিয়ে পাশ থেকে চেপে দিতে হবে। এবার চারা রোপণ করে টবে জল ভরে দিতে হবে। খেয়াল রাখতে হবে জল যেন কখনওই কম না হয়।

এই পদ্মের কন্দ রোপনের তিন মাসের মধ্যে গাছে ফুল আসে, এবং বীজ থেকে চারা গাছ তৈরি হওয়ার দেড় থেকে দুই বছর পরে ফুল আসে। গাছে ফুল ফোটার আদর্শ সময় এপ্রিল থেকে জুলাই মাস। এই ভাবেই বাড়িতেই খুব সহজে টব বা বড় গামলায় পদ্মফুল চাষ করতে পারেন।


You might also like!