Livelihood message

8 months ago

Airport Recruitment 2024 : মাধ্যমিক পাসেই এয়ারপোর্টে চাকরি, বেতন প্রায় ২৩ হাজার

Airport Recruitment
Airport Recruitment

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড সংস্থার পক্ষ থেকে চাকরির নিয়োগের সুযোগ।

পদের নাম

হ্যান্ডি ম্যান অ্যান্ড ওম্যান, র‍্যাম্প ড্রাইভার, সার্ভিস এক্সিকিউটিভ, ডিউটি অফিসার।

শূন্যপদ

২৪৭টি

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক পাস করলেই হ্যান্ডি ম্যান এবং হ্যান্ডি ওম্যান পদের আবেদন করা যাবে। অন্যান্য পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়গুলিতে ডিপ্লোমা অথবা প্রশিক্ষণের সার্টিফিকেট থাকা জরুরি।

মাসিক বেতন

এই পদের বেতন শুরু হচ্ছে ২২ হাজার ৫৩০ টাকা।

বয়সসীমা

সর্বোচ্চ ৫৫ বছর বয়সী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ দিতে পৌঁছতে হবে।

ইন্টারভিউয়ের ঠিকানা

Pune International School, Survey Number 33, Lane Number 14, Tingre Nagar, Pune, Maharashtra, 411032

ইন্টারভিউয়ের তারিখ

১৫,১৬,১৭ এবং ১৯ এপ্রিলে ইন্টারভিউ নেওয়া হবে।

You might also like!