Livelihood message

11 months ago

Madhyamik 2024 Suggestion: সামনেই মাধ্যমিক, কী কী পড়তেই হবে বাংলায়? রইল সাজেশন

Madhyamik Exam 2024 (File Picture)
Madhyamik Exam 2024 (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাতে গোনা আর মাত্র কয়েক দিন। তার পরই শুরু হতে চলেছে ছাত্র জীবনের অন্যতম বড় এক পরীক্ষা। মাধ্যমিকের প্রথম বিষয় হল বাংলা। আর এই ভাষা পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা কোন কোন বিষয়গুলির উপর জোর দেবেন? রইল সাজেশন।

ভালো নম্বর পাওয়ার জন্য অবশ্যই টেক্সটগুলো ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। কারণ তাতে ১ নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর ভালোভাবে দেওয়া যায়।

MCQ প্রশ্ন ঠিক কতগুলি থাকে?

১৭টি মতো MCQ প্রশ্ন থাকবে। সেখানে গল্প থেকে ৩টি, কবিতা থেকে ৩টি, প্রবন্ধ থেকে ৩টি এবং ব্যাকরণ থেকে ৮টি প্রশ্নের উত্তর লিখতে হবে।

MCQ প্রশ্নের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ ?

MCQ প্রশ্নের জন্য আলাদা করে গুরুত্বপূর্ণ কিছু না বলাই ভালো, কারণ MCQ প্রশ্নের জন্য টেক্সটগুলি খুঁটিয়ে পড়া উচিত।

৩ নম্বরের প্রশ্নের জন্য ছাত্র-ছাত্রীরা কোন গল্পগুলি ভালোভাবে পড়বে?

৩ নম্বরের প্রশ্নের জন্য ছাত্র-ছাত্রীরা ‘জ্ঞানচক্ষু’, ‘নদীর বিদ্রোহ’, ‘পথের দাবী’ এই গল্পগুলির ওপর জোর দিতে পারে।

কবিতার ৩ নম্বরের প্রশ্নের জন্য ছাত্র-ছাত্রীরা কোনগুলির উপর বেশি জোর দেওয়া উচিত?

‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’, ‘অসুখী একজন’, ‘অভিষেক’, ‘সিন্ধু তীরে’, ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ এই কবিতাগুলো অবশ্যই ভালোভাবে পড়ে যাবে।

গল্প এবং কবিতার ৫ নম্বরের প্রশ্নের জন্য কোনগুলি গুরুত্বপূর্ণ?

গল্পের ৫ নম্বরের প্রশ্নের জন্য ‘বহুরূপী’, ‘পথের দাবি’, ‘অদল বদল’এবং কবিতার ৫ নম্বরের প্রশ্নের জন্য ‘অসুখী একজন’, ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’, ‘আফ্রিকা’গুরুত্বপূর্ণ।

প্রবন্ধ থেকে ছাত্র-ছাত্রীরা কোনগুলো ভালো করে দেখে যাবে?

প্রবন্ধ থেকে ৫ নম্বরের প্রশ্ন আসে। 'বাংলা ভাষায় বিজ্ঞান' থেকে ৩ -৪টি প্রশ্ন হয়। বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় কী কী বাধা রয়েছে,পরিভাষা সংক্রান্ত অসুবিধা কি, ‘হারিয়ে যাওয়া কালি কলম’থেকে যে প্রশ্নগুলি আসতে পারে সেগুলো হল— ‘আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা’, ‘কালি তৈরি করতাম আমরা নিজেরাই’, ‘সবই আজ অবলুপ্তির পথে’ — এই লাইনগুলি থেকে প্রশ্ন আসতে পারে। তবে দু’টি প্রবন্ধের মধ্যে যে কোনও একটি প্রবন্ধ ভালো করে পড়লেই হবে। তবে কেউ যদি দু'টি প্রবন্ধই ভালোভাবে পড়ে, তবে তাদের সুবিধা অনুযায়ী যে কোনও একটি প্রবন্ধের প্রশ্নের উত্তর লিখতে পারবে ।

পাঠ্য নাটক এবং সহায়ক পাঠ থেকে কোনগুলো ছাত্র-ছাত্রীরা এ বছরের মাধ্যমিকের জন্য দেখে যাবে?

নাটকের ক্ষেত্রে একটিই নাটক ‘সিরাজদ্দৌলা’। এখান থেকে খন্ড প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। ঘসেটি বেগমের প্রসঙ্গ, সিরাজদ্দৌলার চরিত্র, ‘বাংলা শুধু হিন্দুর নয় ,বাংলা শুধু মুসলমানের নয়’, লুৎফার প্রসঙ্গ— এগুলি এ বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ।

আর সহায়ক পাঠ ‘কোনি’ থেকে ৫ নম্বরের প্রশ্নে আসতে পারে ক্ষিতীশ চরিত্র, লীলাবতীর পরিচয়, কোনির পারিবারিক জীবনের পরিচয়, কোনির জীবনে ক্ষিতীশের ভূমিকা । খন্ড প্রশ্নের ক্ষেত্রে বিষ্টুধরের প্রসঙ্গ, কোনিকে নিয়ে চিড়িয়াখানা যাওয়ার ঘটনা, কোনিকে ক্ষিতীশের উৎসাহ দেওয়ার প্রসঙ্গ খুব গুরুত্বপূর্ণ।

বঙ্গানুবাদ,প্রতিবেদন ,রচনা ও সংলাপের ক্ষেত্রে কোনগুলো ভালো করে নজর দিতে হবে?

বঙ্গানুবাদের ক্ষেত্রে বিগত পাঁচ-ছয় বছরের বঙ্গানুবাদ দেখে যেতে হবে। প্রতিবেদন, রচনা বা সংলাপের ক্ষেত্রে সমসাময়িক বিষয়গুলোর উপর নজর দিতে হবে। যেমন— ‘চন্দ্রযান ৩’ এ বছরে গুরুত্বপূর্ণ।

রচনার ক্ষেত্রে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, পরিবেশ সংক্রান্ত রচনা, ছাত্র জীবন সংক্রান্ত রচনা গুরুত্বপূর্ণ। আর সংলাপের ক্ষেত্রে ছাত্র জীবন সংক্রান্ত সংলাপ যেমন-মোবাইল ফোনের ভালো-মন্দ, তোমার পরীক্ষার প্রস্তুতি, প্লাস্টিক বর্জন ইত্যাদি বিষয়গুলি গুরুত্বপূর্ণ। তবে সংলাপের ক্ষেত্রেও বিগত পাঁচ বছরের সংলাপ দেখে যাওয়া ভালো।

প্রশ্নের উত্তর ঠিক কত শব্দের মধ্যে লিখবে ছাত্র-ছাত্রীরা?

৫ নম্বরের প্রশ্নগুলির উত্তর কম-বেশি ১৫০ শব্দের মধ্যে, ৩ নম্বরের প্রশ্নগুলির উত্তর কম-বেশি ৬০ শব্দের মধ্যে, ১ নম্বরের প্রশ্নগুলির উত্তর ২০ শব্দের মধ্যে, রচনা ৪০০ শব্দের মধ্যে, প্রতিবেদন ও সংলাপ ১৫০ শব্দের মধ্যে লিখতে হবে।

ব্যাকরণের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কোন বিষয়গুলির উপর বেশি গুরুত্ব দেবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য?

ব্যাকরণের জন্য দেখে যাবে— বিভক্তির প্রকারভেদ, প্রকারভেদগুলির সংজ্ঞা এবং সংজ্ঞার সঙ্গে উদাহরণ অবশ্যই দিতে হবে, না চাইলেও দিতে হবে। কারক-বিভক্তি, সমাসের শ্রেণীবিভাগ, সম্বন্ধ পদের শ্রেণীবিভাগ, তৎপুরুষের শ্রেণীবিভাগ, অকারক পদগুলি, সম্বন্ধ ও সম্বোধন পদকে অকারক বলা হয় কেন?-এই জাতীয় প্রশ্নগুলি খুব ভালোভাবে পড়ে যেতে হবে।

পরীক্ষার খাতা ঠিক কেমন হলে ভালো নম্বর পাওয়া যাবে?

পরীক্ষার খাতা অবশ্যই পরিস্কার-পরিচ্ছন্ন হতে হবে। হাতের লেখা অবশ্যই স্পষ্ট হতে হবে, যাতে তা পরীক্ষকের বুঝতে সুবিধা হয়। এছাড়াও অবশ্যই সঠিক দাগ নম্বর দিয়ে লিখতে হবে। গল্প, কবিতা, নাটক অথবা সহায়ক পাঠ লেখার সময় অবশ্যই কার লেখা, কোন কবিতা, গল্প অথবা নাটক থেকে নেওয়া হয়েছে লিখতে হবে। লাইন তুলে প্রশ্ন আসলে কার লেখা, কোন গল্প বা কবিতার লাইন সেটা উল্লেখ করতে হবে।

পরীক্ষা তো আর বেশি দিন নেই, তাই বাংলা দিনে ঠিক কত ক্ষণ পড়লে ভালো নম্বর পাওয়া যাবে?

প্রতিদিনই বাংলা নিয়ে অবশ্যই বসতে হবে। দিনে অন্তত এক ঘণ্টা বাংলা পড়তেই হবে। আর দুপুরের দিকে সংলাপ, রচনা, প্রতিবেদন এগুলো দেখে রাখা ভালো।

সব শেষে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে লাস্ট মিনিট টিপস, যাতে তাদের পরীক্ষা খুব ভালো হয়।

বাংলা বিষয়টিকে প্রতিদিনই পড়তে হবে। ভালো করে টেক্সটগুলো খুঁটিয়ে খুঁটিয়ে অবশ্যই পড়বে। পরীক্ষার সময় অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে। বেশি চিন্তা অথবা উদ্বেগের কোনও কারণ নেই। ভালো করে পড়ে গেলে পরীক্ষা অবশ্যই ভালো হবে।

You might also like!