Livelihood message

11 months ago

Indian Airforce: বায়ুসেনায় 317 পদে নিয়োগ, পরীক্ষার দিনক্ষণ জানেন তো?

Indian Air Force  (Symbolic Picture)
Indian Air Force (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফ্লাইং ও গ্রাউন্ডের টেকনিক্যাল-নন টেকনিক্যাল পদে নিয়োগ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল ভারতীয় বায়ুসেনা। 

বায়ুসেনার তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবে। যার পোশাকি নাম এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্ট বা AFCAT। আগামী মাসে হবে এই পরীক্ষা। টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদে মোট 317 জন নিয়োগপত্র পাবেন বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে।

2024-এ বায়ুসেনার যে দু'টি পোস্টে নিয়োগ হবে তা হল ফ্লাইং ব্রাঞ্চ ও গ্রাউন্ড ডিউটি। দ্বাদশ ও স্নাতক উত্তীর্ণদের জোড়া পদের পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান বিভাগের দ্বাদশ উত্তীর্ণরা এই পোস্টগুলিতে আবেদনের সুযোগ পেয়েছেন। সেখানে 50 শতাংশ নম্বর পেলে তবেই আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে স্নাতকে 60 শতাংশ নম্বর পেলে আবেদনের সুযোগ মিলেছে।

এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্ট বা AFCAT-র পূর্ণমান 300। দু'ঘণ্টা ধরে চলবে এই নিয়োগ পরীক্ষা। অবজেক্টিভ ধর্মী মোট 100টি প্রশ্ন থাকবে সেখানে। সাধারণ জ্ঞান, ইংরেজি বলার ক্ষমতা, রিজেনিং ও মিলিটারি অ্যাপটিটিউট টেস্ট যাচাই করে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে বলে বায়ুসেনা সূত্রে মিলেছে খবর। উল্লেখ্য, ইংরেজি ছাড়া অন্য কোনও ভাষায় প্রশ্নপত্র থাকছে না। ভুল উত্তরের ক্ষেত্রে রয়েছে নেগেটিভ মার্কিং।

আগামী 16 ফেব্রুয়ারি থেকে শুরু হবে এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্ট বা AFCAT। যা চলবে টানা তিনদিন ধরে। 18 ফেব্রুয়ারি নিয়োগ পরীক্ষা শেষ হবে বলে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে।

You might also like!